নাবালিকা ধর্ষণে উত্তেজনা, ধৃত ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে এক নাবালিকাকে বলপূর্বক ধর্ষণ, হত্যার হুমকির অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার শাসন থানার অম্তর্গত দাদপুর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাদপুর এলাকায় এক কৃষক প্রতিদিনের ন্যায় এদিনও কৃষি ক্ষেত্রে কাজ করছিলেন। তাঁর স্ত্রী তাঁদের নাবালিকা কন্যা ও নাবালক পুত্রকে বাড়িতে রেখে চিকিৎসার জন্য হাসপাতালে যান। বাবা-মায়ের অনুপস্থিতিতে নবম শ্রেনীর পড়ুয়া নাবালিকা তাঁর নাবালক ভাইকে সাথে নিয়ে বাড়িতেই সবজি কাটার কাজ করছিল। সেই সুযোগে প্রতিবেশী এক যুবক তাঁদের বাড়িতে প্রবেশ করে। বলপূর্বক নাবালিকাকে ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে বাড়ি ফিরে যায়। নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। দুই ভাই-বোনের ক্রন্দনে সন্দেহ হওয়ায় স্থানীয়রা তড়িঘড়ি নাবালিকাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় সে চিকিৎসাধীন। বিষয়টি চাউর হতেই, অভিযুক্তর পরিবারের পক্ষ থেকে ৮ লাখ টাকা দিয়ে বিষয়টি আপসে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় নাবালিকার পরিবারকে। তাতে রাজি না হওয়ায় ক্রমাগত খুনের হুমকি দেয় অভিযুক্তের পরিবারের লোকজন। সবকিছু উপেক্ষা করে নাবালিকার পরিবার থানার দারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরপর থেকেই অভিযুক্তর বাড়ি থেকে নাবালিকার পরিবারের লোকজনের দিকে ইঁট পাটকেল ছুঁড়তে শুরু করে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে গ্রামবাসীরা। তাঁরা পাল্টা অভিযুক্তর বাড়িতে ইঁট পাটকেল ছোড়ে। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শাসন থানার পুলিশ। পুলিশের গাড়ির সামনে অভিযুক্ত সহ তাঁর ২ ভাইয়ের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরবর্তীতে শাসন থানা ও দেগঙ্গা-র এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি অভিযুক্ত ও তাঁর এক ভাইকে গ্রেফতার করে পুলিশ।
মাদক পাচার চক্রের পাণ্ডা
নিউজ এক ঝলকে
নাবালিকা ধর্ষণে উত্তেজনা, ধৃত ২
94%


















