অবৈধভাবে ভারতে প্রবেশ, ধৃত এক
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অপরাধে বিএসএফ এর হাতে ধরা পড়ে এক ব্যাক্তি। পরবর্তীতে আটক ব্যাক্তিকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত বিথারি সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছিল আসাম রাজ্যের বাসিন্দা আসিফুল ইসলাম নামে এক ব্যাক্তি। সেই সময় সীমান্তে কর্তব্যরত বিথারি বিওপি-র সীমান্তরক্ষী বাহিনীর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ন এর জওয়ানরা তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদ চালিয়ে ওই ব্যাক্তির কাছ থেকে কোনও বৈধ নথি না মেলায়, বিএসএফ এর পক্ষ থেকে তাঁকে স্বরূপনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে গ্রেফতার করে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ এর কারণে ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার দুপুর বারোটা নাগাদ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে, জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
অবৈধভাবে ভারতে প্রবেশ, ধৃত এক
0%

















