প্রয়াত হলেন জেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন শিক্ষক মনীষী মোহন
দাবদাহ লাইভ, অশোকনগর, প্রদীপ ব্যানার্জিঃ প্রয়াত হলেন উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রাক্তন উপ-পৌর প্রধান, অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক তথা অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির সভাপতি মনীষী মোহন নন্দী। সোমবার (২১/০৪/২০২৫) ভোররাতে তিনটে পাঁচ মিনিটে নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। প্রয়াণ কালে বয়স হয়েছিল ৮৭ বছর। শিক্ষক, রাজনীতিবিদ এই দুই পরিচয়ের বাইরে তার তৃতীয় পরিচয় অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির স্রষ্টা। ২০০০ সালে তার মস্তিষ্কপ্রসূত শিশু উৎসবের সূচনা হয়। যেটি আজ উত্তর ২৪ পরগনা জেলা তথা রাজ্যের বুকে সমাদৃত। অধুনা বাংলাদেশের বরিশাল জেলার উত্তর সাহবাজপুরের গোবিন্দপুর গ্রামে ১৯৩৯ সালে তার জন্ম। দেশ ভাগের পর ১৯৫২ সালে এদেশে এসে কল্যাণগড় বিদ্যা মন্দির থেকে স্কুল ফাইনাল পাস করে ১৯৫৫ সালে গোবরডাঙ্গা হিন্দু কলেজে প্রবেশ এবং সেখান থেকে আই. এ. পাশ করার পর বি.এ. পাস করে ১৯৫৮ সালে নিজে প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষকতা শুরু করেন। এরপর ১৯৬৬ সাল থেকে অশোকনগর বয়েজ সেকেন্ডারী স্কুলে শিক্ষকতা শুরু করেন। ছাত্রাবস্থায় AISF এর সাথে যুক্ত ছিলেন। ১৯৫৭ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৫৯ সালে খাদ্য আন্দোলনে পুলিশের ওয়ারেন্ট উপেক্ষা করে আত্মগোপন করেন। ১৯৬৬সালে খাদ্য আন্দোলনের সময় এবং ১৯৭০ সালে আইন অমান্য আন্দোলন করতে গিয়ে কারাবাস করেন। ১৯৮১ থেকে ২০০৫ সাল পর্যন্ত অশোকনগর কল্যাণগড় পৌরসভার নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এই মহান ব্যক্তিত্বের প্রয়াণে বিভিন্ন মহল থেকে গভীর শোক জ্ঞাপন করেছেন তার গুনগ্রাহীরা, অগণিত ছাত্র-ছাত্রীগণ এবং সমাজের সর্বস্তরের মানুষজন। প্রয়াত হলেন জেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন শিক্ষক মনীষী মোহন
90%

















