বনগাঁয় মৃদঙ্গম উৎসব
দাবদাহ লাইভ, বনগাঁ, অনন্ত চক্রবর্তী: গত ২২ মার্চ বনগাঁ নীলদর্পণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘মৃদঙ্গম নৃত্যকলা কেন্দ্র’ -এর আয়োজনায় মৃদঙ্গম উৎসব- ২০২৫ । নৃত্যশিক্ষক দীপজ্যোতি ভট্টাচার্যের তত্ত্বাবধানে শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের এই অনুষ্ঠানে মূলত স্কুলের ছাত্র- ছাত্রী এবং অভিভাবকরা অংশগ্রহন করেন । অনুষ্ঠানে মৃদঙ্গম সম্মাননা প্রদান করা হয় বনগাঁর প্রবীণা নৃত্য শিক্ষিকা দীপশিখা ঘোষ ভৌমিক, রিতা রায়, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী, সারেগামাপা খ্যাত ঐশি চক্রবর্তী এবং গুরুজী বিশ্বপ্রতীম বোস-কে। বিশ্বপ্রতীম বোসের নির্দেশনায় পরিবেশিত হলো ‘অনাথা’। মহাভারতের অন্যতম চরিত্র দ্রৌপদীর জীবন কাহিনীর প্রেক্ষাপটে তৈরী অনাথা; অনাথার শেষ দৃশ্য দেখে অডিটোরিয়ামের দর্শক নয়ন অশ্রুসিক্ত হয়ে ওঠে এবং নীরবতার ভারাক্রান্ততা প্রমাণ করে দর্শক কতটা একাত্ম হয়েছিল দ্রৌপদী চরিত্রের সাথে। পরিশেষে মৃদঙ্গম নৃত্যকলা কেন্দ্রের বাল্মিকী প্রতিভা মঞ্চস্থ হয়। বাল্মিকীর ভূমিকায় অভিনয় করেন মৃদঙ্গের কর্ণধার দীপজ্যোতি ভট্টাচার্য । রত্নাকরের অভিনয় প্রশংসার দাবি রাখে । নৃত্য শিক্ষক দীপজ্যোতিবাবু জানান,”সুস্থ সংস্কৃতি রক্ষায় আমরা বদ্ধপরিকর । পাশ্চাত্যের করালো গ্রাসে বর্তমান যুবসমাজ ক্রমশ উৎশৃঙ্খল হয়ে উঠছে। এর থেকে পরিত্রাণ পেতে শাস্ত্রীয় নৃত্যই প্রধান মাধ্যম । এ বিষয়ে আমাদের আন্দোলন জারি থাকবে।” ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ দর্শকমন্ডলীর উচ্ছ্বসিত কলতানে মৃদঙ্গম উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।


















