অশোকনগর সুহৃদ সংঘের মানবিক উদ্যোগ
দাবদাহ লাইভ, হাবরা, নিজস্ব সংবাদদাতা: মানবসেবার কেতন ওড়ালো উত্তর ২৪ পরগনার জেলায় অশোকনগরের অন্যতম ক্লাব ‘সুহৃদ সংঘ’। ক্রীড়া, দুর্গোৎসব আয়োজনের পাশাপাশি ৩০ মার্চ ক্লাব প্রাঙ্গণে একাধিক সমাজকল্যাণমূলক প্রকল্পের সূচনা হয়। এলাকার দুঃস্থ মানুষের অন্তেষ্টি ক্রিয়ায় অর্থ প্রদান, শহরের দুঃস্থ প্রতিবন্ধীদের জন্য সম্পুর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, দুঃস্থ প্রতিবন্ধীদের জন্য বিনাব্যয়ে কম্পিউটার শিক্ষা, সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পর্যন্ত পড়াশুনার দায়িত্ব গ্রহণ এবং চাকরিক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযুক্ত ট্রেনিং – এর ব্যবস্থা করা, মহিলাদের বিনামূল্যে আয়ার ট্রেনিং- এর ব্যবস্থা সহ কর্মসংস্থানের বন্দোবস্ত, প্রতি বছর ৫ জন প্রশিক্ষিত আয়ার হাতে সাইকেল প্রদানের মত রকমারি মানবকল্যাণ কর্মসূচি পালন করে চলেছে বলে জানান ক্লাবের কর্ণধার বিশ্বজিৎ দাস(বাপ্পা)। বিশ্বজিৎবাবু আরো জানান, এই মহতী পদক্ষেপগুলোর শুভ উদ্বোধন করেন অশোকনগরের বিধায়ক তথা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। একই দিনে প্রয়াত দিলীপ দে ও অনুপ দাস মহাশয়ের স্মৃতিতে নক আউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন সন্তোষ ট্রফি ও আই লীগ জয়ী কোচ সঞ্জয় সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অশোকনগর- কল্যাণগড় পৌরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, বিশেষ অতিথি হিসাবে ক্রীড়াবিদ মনোরঞ্জন ভট্টাচার্য্য, পদ্মশ্রী গোকুলচন্দ্র দাস, অশোকনগর থানার ওসি চিন্তামনি নস্কর, প্রাক্তন চেয়ারম্যান সমীর দত্ত-সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর তৎসহ বিভিন্ন ক্ষেত্রের যশস্বী ব্যক্তিত্বরা। উপস্থিত সকলেই সুহৃদ সংঘের এই মানবিক প্রয়াসকে সাধুবাদ জানান। প্রত্যেকের কন্ঠে ধ্বনিত হল— সমাজে এ ধরনের উদ্যোগ যত বৃদ্ধি পাবে, ততই সমাজের মঙ্গল।

















