বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু,চাঞ্চল্য এলাকায়
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ রাতের অন্ধকারে ছাদে উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক যুবকের। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা ব্লকের হামাদামা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে একটি বাড়ির পাশে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের ঠিক নীচে এক যুবকের দেহ, মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনায় সাত সকালে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে সোমবার সকাল আটটা নাগাদ ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে। বাড়ির মালিকের কথায়, এদিন সকালে ঘুম থেকে উঠে তিনি জানতে পারেন, তাঁর বাড়ির পাশে বিদ্যুৎপৃষ্ট হওয়া একটি মৃতদেহ পড়ে আছে। তাঁর অভিযোগ, চুরির উদ্দেশ্যে রবিবার রাতের অন্ধকারে তাঁর বাড়ির জানলা বেয়ে ছাদে উঠতে গিয়েছিল ওই যুবক। সেখানেই ঘটে বিপত্তি। আচমকা বাড়ি লাগোয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে নীচে পড়ে মৃত্যু হয় ওই অজ্ঞাত পরিচয় যুবকের। দেহটি ময়নাতদন্তের জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ায় পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানায় পুলিশ। পাশাপাশি মৃত যুবকের পরিচয় জানতে তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ।

















