Banner Top

হাবড়ায় শোকের আবহে প্রয়াত ডাঃ শংকর সাহাকে স্মরণ

দাবদাহ লাইভ, হাবড়া, অনন্ত চক্রবর্তী: “জীবনের মূল্য আয়ুতে নহে, কল্যাণ পূত কর্মে ।”—এই আপ্তবাক্যকে পাথেয় করেই তাঁর পথ চলা। তাই আজীবন সমাজ সেবায় তথা মানবকল্যাণে নিজেকে যুক্ত রেখেছিলেন। আজ সেই ডাক্তারবাবুর শোক সভায় ভারাক্রান্ত হৃদয়ে তাঁর সেই কীর্তি বা খ্যাতির স্মৃতিচারণ করলেন সহকর্মী, সতীর্থ ও অনুগামী চিকিৎসকেরা। হাবড়া সুপার মার্কেট স্থিত আইএমএ ভবনে আইএমএ’র প্রাক্তন শাখা সম্পাদক ও সভাপতি সদ্য প্রয়াত ডাঃ শংকর সাহা (৭২)-র স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই সংগঠনের পক্ষ থেকে ডাঃ সাহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান সহ এক মিনিট নীরবতা পালন করে তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় । এই শোক সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ দীপক কুন্ডু, ডাঃ শংকর প্রসাদ সরকার, ডাঃ প্রভাতকুমার বসু, ডাঃ মানস দাস, ডাঃ দীপককুমার শর্মা, ডাঃ বিজে দত্ত সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা সকলেই দক্ষ সংগঠক ও সমাজ সেবক ডাঃ শংকর সাহার বহুমুখী প্রতিভার ইতিবৃত্ত তুলে ধরে কথায়- কবিতায় ও সঙ্গীতে তাঁকে স্মরণ করেন । প্রকৃত মানবহিতৈষী এবং সমাজ সেবার একনিষ্ঠ ঋত্বিক এই মানুষটির অকাল প্রয়াণে বৃহত্তর হাবড়ার চিকিৎসা পরিষেবার অপূরণীয় ক্ষতি হল বলে অভিমত ওয়াকিবহাল মহলের।
আইএমএ-র শাখা সম্পাদক ডাক্তার শংকর প্রসাদ সরকার জানান, “ডাক্তার শংকর সাহা গত ৬ ফেব্রুয়ারি ইহলোকের মায়া পরিত্যাগ করে অমৃতলোকে যাত্রা করেছেন । নিজের শরীর রূপ চন্দন ঘসে ঘসে তিনি আমাদের আইএমএ’র সংঘ- সৌরভ সর্বত্র বিতরণ করে হাবড়া আইএমএ-কে পশ্চিমবঙ্গের বঙ্গীয় রাজ্য শাখার অন্যতম শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন । তাঁর শিক্ষা ও পরামর্শে আমরা আলোকিত — তাঁর অনুগামী হিসেবে আমরা সেই পথে নিজেদেরকে চালিত করতে পারবো । আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি।”

হাবড়ায় শোকের আবহে প্রয়াত ডাঃ শংকর সাহাকে স্মরণ
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment