আকাঙ্ক্ষা’র বর্ষপূর্তি এবং নেতাজীর জন্মদিন পালন
দাবদাহ লাইভ, বারাসাত, তাপস দাস: দেখতে দেখতে সংস্কৃতির শহর গোবরডাঙ্গার তরুণ তুর্কি নাট্যদল গোবরডাঙ্গা আকাঙক্ষা নাট্য সংস্থা ২৩ জানুয়ারি ষষ্ঠ বর্ষে পা দিল। সকাল ৮ টায় জাতীয় পতাকা তুলে, নেতাজীর ছবিতে মালা দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের শুরু হয়। বিকাল ৫টা ৩০মিনিটে গোবরডাঙ্গা খাঁটুরা চণ্ডীতলায় নিজস্ব ‘উপাসনা নাট্য গৃহে’ বিশিষ্টদেরও দলের ছোটো ছোটো নাট্য যোদ্ধাদের হাত ধরে আরো সামনের দিকে এগিয়ে চলার অঙ্গীকারের মধ্য দিয়ে মঙ্গলদীপ জ্বালানো হয়। দলের সদস্যা সুস্মিতা সরকারের দেশাত্মবোধক নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন বাবুপাড়া আত্মজর কর্ণধর ও পরিচালক তাপস দাস, সম্পাদক তিলক মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন গোবরডাঙ্গা রূপান্তরের নাট্য পরিচালক প্রতাপ সেন এছাড়াও উপস্থিত ছিলেন আরো অনেকে। সকলে একসঙ্গে গল্প, কথা, আড্ডার মধ্য দিয়ে এক সংস্কৃতিক সন্ধের আয়োজন করে আকাঙক্ষার কচিকাঁচারা। এছাড়াও ছিল সঙ্গীত, শুভেচ্ছা বার্তা দেওয়া আর নাচের অনুষ্ঠান। আকাঙক্ষার খুদে নাট্যবন্ধুদের নাচ, আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সঞ্চালনায় ছিলেন আকাঙক্ষার পরিচালক দীপাঙ্ক দেবনাথ। দলের সম্পাদিকা তনুশ্রী দেবনাথ দত্ত জানান, ‘ আকাঙ্ক্ষা এই ছোট ছোট খুঁদে দের হাত ধরেই এগিয়ে চলুক এবং উন্নতির শিখরে পৌঁছে যাক এই আশা রাখি।’
আকাঙ্ক্ষা'র বর্ষপূর্তি এবং নেতাজীর জন্মদিন পালন
98%

















