Banner Top

 শ্যামল মিত্রের ৯৬তম শুভ জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

                                                          দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ  প্রবাদপ্রতিম কিংবদন্তী সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক শ্যামল মিত্রের ৯৬ তম শুভ জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান  মধ্যমগ্রাম নজরুল শতবার্ষিকী সদনে। বুধবার সন্ধ্যায় ২১ জন সঙ্গীত শিল্পী গানে গানে সুরে সুরে শ্যামল মিত্রের গাওয়া অথবা সুর দেওয়া সংগীত পরিবেশন করেন। উপস্থিত ছিলেন শ্যামল মিত্রের সুযোগ্য পুত্র জনপ্রিয় সংগীত শিল্পী সৈকত মিত্র, গীটার বাদক স্বপন সেন প্রমুখ। শ্যামল মিত্র তুমি আজও অমর শীর্ষক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজক শ্যামল মিত্রের শিষ্য নববারাকপুর নিবাসী শিল্পী গৌতম মজুমদার। একক সংগীতের পাশাপাশি সমবেত সংগীত পরিবেশন করেন অমৃতধারা গ্রুপ এবং ঐকতান গ্রুপের শিল্পী কলাকুশলিরা। শুরুতে মহিলাদের শঙ্খ ও উলু ধ্বনির পরে প্রদীপ প্রজ্বলন করে শ্যামল মিত্রের প্রতিচ্ছবিতে মালা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আয়োজক শ্যামল মিত্রের একনিষ্ঠ শিষ্য সংগীত শিল্পী গৌতম মজুমদার। শিল্পীদের সুরেলা কন্ঠে সংগীত সুর মূচর্ছনায় যন্ত্রবাদনরা ও শ্রোতাদের মন জয় করেন। সৈকত মিত্র তার বাবা শ্যামল মিত্রের প্রতিচ্ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং কেক কেটে শ্যামল মিত্রের ৯৬ তম শুভ জন্মদিন পালন করলেন শিল্পী কলাকুশলিদের সাথে নিয়ে। সৈকত মিত্র গাইলেন শ্যামল মিত্রের গান সেদিনের সোনা ঝরা সন্ধ্যায় আর একটি মায়াবি রাত ছিল.. । তোমাদের ভালোবাসা মরণের  পার থেকে ফিরায়ে এনেছে মোরে, তোমরা আমার গান কতটুকু ভালোবাসো জেনেছি নতুন করে….। সৈকত মিত্র বলেন অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। আগামী প্রজন্মের শিল্পীদের বেশি করে এই ধরনের অনুষ্ঠান যুক্ত করলে মনোগ্রাহী হবে। আন্তর্জাতিক গীটার বাদক স্বপন সেন মুগ্ধ হন এবং গীটারে দুটি সংগীত বাজান। অংশগ্রহণ কারী শিল্পীরা হলেন অমৃতাংশু আচার্য, রিদভিকা দাস, মৌসুমী ভট্টাচার্য, রুমিতা ভট্টাচার্য, বাসুদেব চট্টোপাধ্যায়, সৌরিন ঘোষাল, প্রিয়াঙ্কা মজুমদার, সুবীর ঘোষ, সীমা সোম, সনৎ কুমার মিত্র,মঞ্জুশ্রী বন্দ্যোপাধ্যায়, শিবাংশু শেখর আচার্য, রক্তিমা সরকার, প্রদীপ চট্টোপাধ্যায়, দিশানী সরকার, বীরেন ভট্টাচার্য, রেশমি মুন্সি, বৈশাখী সাহা, গৌতম মজুমদার। সন্মানিত করা হয় সমাজকর্মী কালিপদ পালকে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী আবৃত্তিকার অরুন সেন ও জয়া বসু। 
শ্যামল মিত্রের ৯৬ তম শুভ জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
User Review
96% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment