বাণীপুর লোক উৎসব ২০২৫
দাবদাহ লাইভ, হাবড়া, ১১ই জানুয়ারি ২০২৫: বাসুদেব সেন: কল্পনা চিত্রকরের হাত দিয়ে সূচনা হয় এবছরের বাণীপুর লোক উৎসব।বাণীপুর জনতা হলের সামনে ৩রা জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি অব্দি এই মেলা। ৬৯তম বছরে পা দিল হাবড়া থানার অন্তর্গত বাণীপুর লোক উৎসব। ১৯৫৫ সাল থেকে শুরু হয়েছিল যাত্রা। শান্তিনিকেতনের লোক উৎসব (পৌষ উৎসব)-এর পর এটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা। গত শুক্রবার এই মেলার উদ্বোধন করেন সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। বিভিন্ন হস্তশিল্প, খাদ্য সামগ্রী, বিনোদনমূলক পসরা এবং লোক সংস্কৃতির নানা প্রদর্শনী নিয়ে ৪০০টিরও বেশি স্টলে সজ্জিত হয়েছে এবারের মেলা। এবারের মেলায় লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নের উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। এই মঞ্চে তিনি কয়েকটি লিটিল ম্যাগাজিন এবং কাব্যগ্রন্থের মোড়কের উন্মোচন করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিনা মণ্ডল, কাউন্সিলর আশিষ নট্ট , বিধায়ক ও জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, গোবরডাঙার পুরপ্রধান শংকর দত্ত, কল্যাণগড়ের পুরপ্রধান প্রবোধ সরকার, উৎসব কমিটির সভাপতি নীহার আলি, হাবড়া থানার ওসি অনুপ চক্রবর্তী প্রমুখ। এ বছরে নবতম সংযোজন ‘ লিটিল ম্যাগাজিন মেলা। এই মেলায় ১৬ টি স্টল ছিল। গোবরডাঙা গবেষণা পরিষৎ, ক্র্যাকার, অবগুণ্ঠন, অন্য সাম্পান, নেহা পাবলিকেশন, বাণী বীথিকা, অমিয় প্রভা, শরৎ শঙ্করী, চেতনার উন্মেষ, অনঘ, শ্যামচ্ছায়া বাণীমালা, প্রতিধ্বনি, কবিজন্ম প্রভৃতি লিটল ম্যাগাজিনের সম্পাদক গণ তাদের বইয়ের ডালি নিয়ে হাজির হয়েছিলেন। এবারে মূল মঞ্চের নাম দেয়া হয়েছিল ‘ রতন টাটা ও ওস্তাদ জাকির হোসেন মঞ্চ’। বিভিন্ন দিনে নৃত্য, লোকসঙ্গীত, আবৃত্তি, পাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয় এখানে। মনোজ মিত্র মঞ্চে নাটক, সমীর ঘোষ মঞ্চে যাত্রা, সুভাষ পাল মঞ্চে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করার ব্যবস্থা ছিল। এছাড়া দক্ষিণ মঞ অর্থাৎ প্রেমেশ্বর বাড়ই মঞ্চে বিভিন্ন সংগঠন তাদের আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। মূল মঞ্চের সামনে ভলিবল, যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বহুরুপী-তে বিখ্যাত সুবল দাস বৈরাগ্যর নাতি ও অন্যান্যরা অংশগ্রহণ করেন। নাগরদোলা, যাদু প্রদর্শনী , হরেকরকমের খাবারের দোকান সবাইকে উৎফুল্ল করে তুলেছিল।এ ছাড়া সমাজ কল্যাণ দফতর, স্বরোজগারী দল এবং সবলা মেলা এই মেলার বিশেষ আকর্ষন স্হল ছিল। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা তাদের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত করে। পুষ্প, সব্জি ও বৃক্ষ প্রদর্শনী মেলায় বহু মানুষকে খুশি করে তোলে। প্রতি বছর এই মেলা স্থানীয় জনগণের কাছে এক রোজগার, আনন্দ ও খুশিভরা দিন তৈরি করে দেয়। সাহিত্যিক নলিনী বেরা, মনোরঞ্জন বেপারী ও স্থানীয় স্কুল কলেজের প্রধানদের গুরুত্বপূর্ণ বক্তব্য ঋদ্ধ করে তোলে দর্শক ও শ্রোতাদের।
বাণীপুর মেলায় গল্প লেখার প্রতিযোগিতা
নিউজ এক ঝলকে
বাণীপুর লোক উৎসব ২০২৫
0%


















