Banner Top

বাসের রেষারেষিতে অ্যাপ বাইক চালকের মৃত্যু

ভিআইপি রোডে ধুন্ধুমার

                                                                                  দাবদাহ লাইভ, বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ  এক আইটি কর্মীকে বাইকে চাপিয়ে সময়মতো তাঁর গন্তব্যে পৌঁছে দেবার আগেই, বাসের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় এক অ্যাপ বাইক চালকের। গুরুতর জখম হয় ওই আইটি কর্মী। ক্ষুব্ধ জনতা বাসে ভাঙচুর চালায়। ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার জেরে ভিআইপি রোডে যান চলাচল ব্যাহত হয়। তীব্র যানজট সৃষ্টি হওয়ায় সমস্যায় পড়ে পথচলতি সাধারণ মানুষ। এদিন দুপুর ৩ টে নাগাদ বাগুইহাটির নারায়ণতলার সিগন্যালে ভিআইপি রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বাঁকুড়া নিবাসী ২৫ বছরের রুবি সাউ নামে এক তরুনী, সল্টলেক সেক্টর ফাইভে কর্মরত হওয়ায় বেলঘড়িয়ার একটি বাড়িতে ভাড়া থাকেন। প্রতিদিন ট্রেনে চেপে বিধান নগর স্টেশনে নেমে, সেখান থেকে সেক্টর ফাইভে যায় ওই তরুনী। কিন্তু এদিন দেরি হয়ে যাওয়ার, বেলঘড়িয়া থেকে তিনি অ্যাপ মারফত একটি বাইক বুক করেছিলেন। পানিহাটির বিপ্লবী সূর্য সেন স্ট্রিটের বাসিন্দা অ্যাপ বাইক চালক ৩৩ বছরের সৌরভ মজুমদার ওই তরুনীকে তাঁর বাইকে চাপিয়ে ভিআইপি রোড ধরে রওনা দেয় আইটি কর্মীর গন্তব্যের উদ্দেশ্যে। বাগুইআটির নারায়ণতলা সিগন্যাল খোলা থাকায় বাঁ দিক ধরে এগিয়ে যাচ্ছিল বাইকটি। সিগনাল পার হবার পরই আচমকা বারাসাত-ধামাখালি রুটের ডিএন ১৬/১ এর একটি বাসের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় দুজন। বাগুইআটি ট্রাফিক গার্ডের পুলিশ তৎপরতার সাথে দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন। তরুণীর পায়ে চোট লাগে। গুরুতর জখম অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা বাসটিতে ব্যপক ভাঙচুর চালায়। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অবস্থা বেগতিক দেখে চম্পট দেয় বাসের চালক। যাত্রীরা হুড়োহুড়ি করে বাস থেকে নেমে পড়েন। দূর্ঘটনার জেরে ভিআইপি রোডে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বিধান নগরের ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়া এ প্রসঙ্গে বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে দুটি বাসের মাঝে ছিল বাইকটি। উল্লেখিত বাসের ধাক্কায় এরূপ ঘটনা ঘটেছে। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। বাসের এক যাত্রীর কথায়, দ্রুত গতি সম্পন্ন বাসটিকে এয়ারপোর্টের পর অন্য একটি বাসকে দুবার ওভারটেক করতে দেখেন। ঘাতক বাসটিকে আটক করার পাশাপাশি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে দূর্ঘটনাটি কিভাবে ঘটেছে, এক্ষেত্রে বাস চালকের ভুমিকাই বা কি ছিল, সবটা খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে বিধাননগর পুলিশ সূত্রে খবর।
বাসের রেষারেষিতে ভিআইপি রোডে ধুন্ধুমার
User Review
98% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment