Banner Top

পাসপোর্ট কেলেঙ্কারি কান্ডে পুলিশের জালে ল’ ক্লার্ক

                                                দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  নিজ বাড়িতে অস্থায়ী তথ্য মিত্র কেন্দ্র খুলে রমরমিয়ে ভুয়ো আধার ভোটার সহ নানান গুরুত্বপূর্ণ নথি তৈরীর কারবার চালানোর অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের নবপল্লী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দু’বছর যাবত নবপল্লীর বাসিন্দা বারাসাত আদালতের ‘ল-ক্লার্ক’, ৫৯ বছরের সমীর দাস, নিজ বাড়িতে অস্থায়ীভাবে একটি ‘তথ্য মিত্র কেন্দ্র’ গড়ে তোলার পাশাপাশি ‘স্বল্প টাকা ব্যয় করলেই যে কোন প্রমাণপত্র পাওয়া যাবে’ এমন প্রচার করে কারবার চালাত। সূত্র মারফত এহেন খবর পেয়ে, ওই ব্যাক্তিকে নজরে রেখেছিল পুলিশ। ভুয়ো পাসপোর্ট কান্ডে বারাসাতের সমরেশ বিশ্বাস গ্রেফতার হবার পর একে একে নানান জায়গা থেকে অনুরূপ কর্মে লিপ্ত কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি হেফাজতে থাকাকালীন সমরেশ সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে আসে সমীর দাস এর নাম। এরপর মঙ্গলবার রাতে নবপল্লী এলাকায় সমীরের বাড়িতে হানা দেয় রাজ্যের এস টি এফ এর আধিকারিকরা। সেখান থেকে সমীর দাসকে আটক করে বারাসাত থানায় নিয়ে যায় তাঁরা। সেখানে রাতভর চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ পর্ব। পাসপোর্ট কেলেঙ্কারি কাণ্ডে গ্রেফতার মূল পাণ্ডা সমরেশ সহ একাধিকের সঙ্গে ওই ‘ল ক্লার্ক’ সমীর দাসের যোগাযোগ ছিল বলে জানায় পুলিশ। জিজ্ঞাসাবাদে সমীরের কথাবার্তায় বিস্তর অসঙ্গতি মেলায়, বুধবার সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেবার আবেদন জানিয়ে, বারাসাত থানার পক্ষ থেকে বুধবার দুপুর ১২ টা ৩০ নাগাদ বারাসাত আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আসল সত্য উদ্ঘাটন হওয়া সম্ভব হবে বলে জানায় পুলিশ।
পাসপোর্ট কেলেঙ্কারি কান্ডে পুলিশের জালে ল ক্লার্ক
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment