সংবাদ খোলাখুলির বার্ষিক অনুষ্ঠানে প্রতিযোগিতা
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ সংবাদ খোলাখুলি সংবাদপত্র ও শব্দকণা আবৃত্তি সংস্থার যৌথ উদ্দ্যোগে বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা সহ কবি সম্মেলন ও গুণীজনদিগকে সংবর্ধনা দেওয়া হয়। এক সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দু’ দিনের এই কর্মসূচীর সমাপ্তি ঘটে। অঙ্কন, আবৃত্তি, গানের প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। বারাসাত প্রেস ক্লাবের সদস্য হিরণ কুমার ঘোষাল সহ আরও অনেকেই খালি গলায় গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মনোরজ্ঞন করেছেন বলে জানা যায়। আয়োজক বিপ্রতীপ দের কথায় মানুষের সামাজিক বন্ধনের চর্চার মাধ্যমে নতুন ও সুস্থ সংস্কৃতি গড়ে তোলাই লক্ষ্য বলে জানা যায়।

















