বৃদ্ধ দম্পতিকে রক্ষা করতে গিয়ে আহত কাউন্সিলর
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বৃদ্ধ দম্পতির উপর অত্যাচার করে চলেছিল তাঁদের নেশাগ্রস্ত সন্তান। তাঁর কবল থেকে বৃদ্ধ দম্পতিকে রক্ষা করতে গিয়ে আহত হয় স্থানীয় কাউন্সিলার। এই ঘটনায় ব্যপক উত্তেজনা পরিলক্ষিত হয় এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পৌর এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের সরকার বাগান এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকার বাগান এলাকায় শংকর সরকার, স্ত্রী বন্দনা ও ছেলে শুভঙ্করকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। অভিযোগ, নেশাগ্রস্ত ছেলে শুভঙ্কর প্রতিদিনই নেশা করার জন্য অর্থ দাবি করত তাঁর বাবা-মায়ের উপর। নেশার অর্থের জন্য বাবা-মায়ের উপর চরম অত্যাচারও করত শুভঙ্কর। একই কারণে রবিবার রাতে শুরু হয় অশান্তি। এদিন অশান্তি চরমে পৌঁছায়। বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক মারধর শুরু করে তাঁদের গুণধর পুত্র। খবর পেয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী ঘটনাস্থলে ছুটে যান। শুভঙ্করের হাত থেকে বৃদ্ধ দম্পতিকে রক্ষা করতে গেলে, শুভঙ্কর কাউন্সিলর এর উপর চড়াও হয় বলে অভিযোগ। মেরে কাউন্সিলর এর মাথা ফাটিয়ে দেয় সে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় কাউন্সিলরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্যারাকপুর ডঃ বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, বেশ কয়েকটি সেলাই পড়ে তাঁর মাথায়। আক্রান্ত কাউন্সিলরের কথায়, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তবে এদিনের ঘটনা মাত্রা ছাড়িয়ে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন, একটি খুব মজবুত লাঠি নিয়ে অসুস্থ বাবা-মাকে মারতে উদ্যত হয়েছে শুভঙ্কর। তখন তিনি বৃদ্ধ দম্পতিকে নেশাগ্রস্ত শুভঙ্করের হাত থেকে রক্ষা করতে গেলে শুভঙ্কর তাঁর উপর চড়াও হয়, তাঁর মাথায় লাঠিকাঘাত করে। তবে ওই ঘটনার পর থেকে ছেলেকে বাড়িতে ঢুকতে দিতে নারাজ আক্রান্ত দম্পতি। ছেলের কঠোর শাস্তির দাবিও করেছেন তাঁরা। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ।
বধু মৃত্যুর খবর
নিউজ এক ঝলকে
বৃদ্ধ দম্পতিকে রক্ষা করতে গিয়ে আহত কাউন্সিলর
96%

















