আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার এক
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ আর্থিক প্রতারণা করার পর দীর্ঘদিন যাবত গা ঢাকা দিয়ে থাকলেও শেষ রক্ষা করতে পারল না প্রতারক। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে এক প্রতারক। খবর চাউর হতেই প্রতারিত ব্যাক্তিরা ভীড় জমায় থানা চত্বরে। ধৃতকে আদালতে পাঠানোর মুহূর্তে প্রিজন ভ্যানের সামনে বিক্ষোভ শুরু করে তাঁরা।ব্যপক উত্তেজনা পরিলক্ষিত হয় থানা চত্বরে। উত্তর ২৪ পরগনার বারাসাত পুলিশ জেলার অন্তর্গত হাবরা থানার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরীব সাধারণ মানুষেরা তাঁদের কষ্টের উপার্জিত অর্থ ৩ অভিযুক্তের অধীনস্ত একটি ফান্ডে জমিয়েছিলেন। পরবর্তিতে ওই ফান্ডের সমস্ত অর্থ তছরূপ করে অভিযুক্তরা। হাবরা থানার এজি কলোনি এলাকার বাসিন্দা গৌতম মন্ডল সহ তাঁর বড় ছেলে গৌরব মন্ডল আর ছোট ছেলে চন্দন মন্ডলের বিরুদ্ধে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। কিন্তু অভিযোগ ওঠার পর থেকেই ফেরার ছিল তাঁরা। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশিও চালাচ্ছিল। শেষমেশ শুক্রবার ভোরে গোপন সূত্র অনুযায়ী আমডাঙা থানা এলাকায় হানা দিয়ে অভিযুক্ত চন্দন মন্ডলকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। খবরটি চাউর হতেই হাবরা থানায় ভীড় জমায় প্রতারিত ব্যক্তিরা। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার বেলা ১২ টা ৪০ নাগাদ হাবরা থানার পক্ষ থেকে ধৃতকে বারাসাত আদালতে পাঠানোর সময় ঘটে বিপত্তি। প্রিজন ভ্যানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রতারিত ব্যক্তিবর্গ। চন্দনকে হাতের নাগালে না পেয়ে ওই প্রিজন ভ্যানের উপরেই খুশি থাপ্পর মেরে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে তাঁরা। বিক্ষোভকারীদের বাঁধা উপেক্ষা করে শেষমেশ বারাসাত আদালতের দিকে রওনা দেয় প্রিজন ভ্যান। আদালতে ধৃতকে পেশ করা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। চন্দন ও তাঁর বাবা-দাদার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠা সত্বেও, দীর্ঘদিন যাবত গ্রেফতার না হওয়ায় ভেঙে পড়েছিলেন প্রতারিত ব্যক্তিবর্গ। ওই তিন প্রতারকদের মধ্যে এদিন প্রথম এক অভিযুক্তকে গ্রেফতার করায় হাবরা থানাকে সাধুবাদ জানানোর পাশাপাশি, ধৃতের বাবা ও দাদাকেও গ্রেফতার এর আর্জি জানায় প্রতারিত ব্যাক্তিরা। ধৃতের বাবা ও দাদার খোঁজ পেতে, তছরুপ করা অর্থ তাঁরা কি করেছে, ইত্যাদি জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাবরা থানার পুলিশ। তদন্ত সাপেক্ষে আর্থিক প্রতারণার পিছনে থাকা রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে জানায় পুলিশ।
আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার ১
0%

















