ক্যারাটে প্রতিযোগিতায় জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক জয়ী স্বর্ণাভ
দাবদাহ লাইভ, নিউ দিল্লী, নিজস্ব সংবাদদাতাঃ দিল্লীর তালকটোরা স্টেডিয়ামে কিও অল ইন্ডিয়া সাব জুনিয়র গ্রুপের এক ক্যারাটে প্রতিযোগিতায় বাংলার স্বর্ণাভ সাহা ব্রোঞ্জ পদক জয় করে নেয় বলে জানা যায়। উল্লেখ্য, সারা দেশে বিভিন্ন রাজ্য থেকে আসা ৬ থেকে ১৩ বছরের ১১৭০ জন ছেলে মেয়ে এই প্রতিযীগিতায় অংশ নেয় বলে জানা যায়। পশ্চিমবঙ্গ থেকে ৭৮ জনের এই সুযোগ মেলে বলে জানা যায়। যার মধ্যে উত্তর ২৪ পরগণা জেলার বিরাটির ১১ বছর বয়সী স্বর্ণাভ নির্বাচিত হয়। দীর্ঘ সাত বছর শিহান মীর স্যারের প্রশিক্ষণে স্বার্ণাভ এই কৃতিত্বের অধিকারী হয়েছে বলে বাবা শঙ্কর সাহা জানান। তিনি আরও বলেন ব্লক ও মহকুমা থেকে জেলা ও রাজ্য স্তরের পরপর নির্বাচিত হয়ে আসাটা খুব কঠিন। রাজ্যে আবার বিশেষ বাছাই পর্বে ১১+ বিভাগে প্রথম স্থান নিয়ে জাতীয় স্তরে তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছে এই স্বর্ণাভ।

















