শীতের রঙীন সব্জীর মরসুমেও বাজারের রকমফের
দাবদাহ লাইভ, বারাসাত, প্রিয়া মুখোপাধ্যায়ঃ কোন বাজার সাদামাটা। রং আছে সামান্য। কোন বাজার রঙিন। হরেক রং আছে; লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি; কোন রং যে নেই সেখানে? মধ্যমগ্রামের শীতের সব্জী বাজারের কথা। দিন দিন উন্নত থেকে উন্নততর হয়ে উঠছে এই মধ্যমগ্রাম বাজার। সোদপুর রোডের পাশের বাজার, স্টেশনের কাছের বাজার, নজরুল স্মরনীর বাজার, বাদুরোডের বাজার, বাদুরোডের হাট এসব তো আছেই। এই শীতের প্রথমে রং এর অভাব নেই বাজারগুলিতে। তবুও সাধারন নজরে বেশি রঙীন লাগে সোদপুর সংলগ্ন বাজারটিকে। তবে এ বাজারগুলি ছাড়াও আছে বিভিন্ন পাড়া সংলগ্ন ছোট ছোট বাজার। এলাকার লোকেদের এই বাজারগুলি পরিষেবা দিয়ে চলেছে। কিন্তু শীতের সময়ও এই ছোটখাটো বাজারগুলি অতটা রং চঙে হতে উঠতে পারে নি। শীতের বাজার ভর্তি থাকে রংচং-এ সব্জীতে। উদয়রাজপুরের মধ্যপাড়া সংলগ্ন তেঁতুলতলার বাজারের এক ক্রেতা কোহিনূর দাস জানালেন, আসলে এখানে শীতের সাদামাটা সব্জি গুলো পাওয়া যায় যেমন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম যেগুলো মধ্যবিত্ত পরিবারে সচারাচার কেনা হয়। এছাড়া বাকি যে রঙিন সবজি তা কিনতে বড় বাজারগুলিতে যেতে হয় বলে জানা যায়।
শীতের রঙীন সব্জীর মরসুমেও বাজারের রকমফের
0%

















