উত্তরবঙ্গ বইমেলা সমাপ্ত
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ উত্তরবঙ্গ বইমেলার শেষ হয়েছে বলে জানা যায়। প্রত্যেক বছরের মতো এই বছরেও ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা। রবিবার মেলার শেষ দিনে ছিল বইপ্রেমীদের যথেষ্ট ভিড়। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হয় এই বইমেলার। প্রথম দিন থেকেই লক্ষ্য করা যায় উত্তরবঙ্গের বইমেলাতে বইপ্রেমীদের ভিড়। রবিবার মেলার শেষ দিনও সেই ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই নিজেদের পছন্দমত বই তিনটে বিভিন্ন বইয়ের স্টল গুলিতে ভিড় করেন। প্রসঙ্গত উত্তরবঙ্গ বইমেলার অনুষ্ঠান মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদিনের মতো আজও মেলার শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শনিবার দুপুরে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা অংশগ্রহণ করে। জমজমাট ভাবে অনুষ্ঠিত হলো এই উত্তরবঙ্গ বইমেলা।
শিলিগুড়ি সংবাদ
শিলিগুড়ি ১৮ নম্বর ওয়ার্ডে উৎসবের শুভ উদ্বোধন
শিলিগুড়ি ১৮ নম্বর ওয়ার্ডে উৎসবের শুভ উদ্বোধন
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ প্রতিবছর শিলিগুড়িতে শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড গুলিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ড উৎসব। ওয়ার্ড উৎসব উৎসবে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা। প্রতিবছর শীতে জমজমাট ভাবে বিভিন্ন ওয়ার্ড গুলিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ড উৎসব। এদিন ওয়ার্ড উৎসবের সূচনা হয়ে গেল শিলিগুড়ি পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে। শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব ভোরের আলোর সূচনা হলো, এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেয়র গৌতম দেব , এছাড়া আরো উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওয়ার্ড উৎসবের উদ্বোধন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয় সংশ্লিষ্ট ওয়ার্ডে। আগামী কয়েক দিন অনুষ্ঠিত হবে ওয়ার্ড উৎসব থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা।
শীতের দাপটে গরম পোশাক কিনতে মানুষের ভিড়
শীতের দাপট , গরম পোশাক কিনতে মানুষের ভিড়
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ডিসেম্বর মাসের শুরু থেকেই শীতের দাপট শুরু উত্তরে। সমতল থেকে পাহাড় শীতের প্রকোপ নিতান্ত বেশি। সকালের দিকে ঘন কুয়াশা বেলা বাড়লেও কিন্তু সেই ভাবে রোদের দেখা মিলছে না। পাশাপাশি চলছে হিমেল হাওয়া, শীত পড়তেই বিধান মার্কেট , শেঠ শ্রীলাল মার্কেটে দেখা গেল অনেকেই গরম পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন। সর্বোচ্চ তাপমাত্রা ২৪, ২৫ এর কাছাকাছি ঘোরাফেরা করছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় শিলিগুড়িতে নেমে গেছে অনেকটাই। কখনো ১১ ডিগ্রী কখনো বা ১২ কখনো বা তের। পাশাপাশি শৈল শহর দার্জিলিং ও ব্যাপক ঠান্ডার দাপট প্রতিবেশী রাজ্যে ঠান্ডায় কাঁপছে। সম্প্রতি উত্তর সিকিমে তুষারপাতের ঘটনা ঘটেছে। শিলিগুড়িতে ডিসেম্বর মাসের শুরু থেকেই শীতের দাপট চলছে। প্রচন্ড ঠান্ডা সেই কারণে দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন মার্কেট গুলিতে অনেকেই গিয়ে গরম পোশাক কিনছেন। এ বিষয়ে একজন ব্যবসায়ী জানিয়েছেন ঠান্ডা পড়তে শুরু করেছে বিক্রি মোটামুটি হচ্ছে, আশা রাখছেন সামনেই বড়দিন বড়দিনের আগে ঠান্ডা আরো পড়লে বিক্রি বাড়বে।
দিনাজপুর জেলার খবর
শীত পড়তেই বাঙালি মজেছে নলেন গুড়ে
শীত পড়তেই বাঙালি মজেছে নলেন গুড়ে
দাবদাহ লাইভ, দক্ষিণ দিনাজপুর, ১৬ ডিসেম্বর: বাঙালি বড্ড বেশি ভোজনরসিক। জামাইষষ্ঠীর পর আষাঢ়ের বৃষ্টি শুরু হতেই বাঙালি ছোটে মাছের বাজারে ইলিশের খোঁজে। শারদ উৎসবের শুরু হতেই হেঁসেলে গিন্নি খোঁজেন শীতের সব্জি। ঠিক সেই সময় বিজয়ার নাড়ু নিয়ে ব্যস্ত থাকেন ঠাকুমা দিদিমারা। আর এরপর শারদ উৎসব পেরোলেই শীতের আমেজ। নতুন ধান ঘরে ওঠার পালা। এবার বাঙালির সন্ধানে আসে খেজুরের রস ও খেজুর গুড়। নভেম্বর মাসের মধ্যে হালকা শীতের আমেজ অনুভূত হয়। ধীরে ধীরে শীত জাঁকিয়ে পড়তে থাকে। মাঝে মাঝে আকাশ মেঘলা থাকায় শীতের কনকনে ভাব হাড়ে হাড়ে টের পায় মানুষজন। আর এরপর জানুয়ারি মাসে হাড় কাঁপানো ঠান্ডা সেইসময় আপামর বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির অনুষ্ঠান। সেই পিঠে-পুলি তৈরিতে চাই নলেন গুড়। কথা বলছি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বরভিটা গ্রামের সুরেশ সরকার খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জাল দিয়ে নলেন গুড় তৈরি করেন। প্রতি বছরই খেজুর গাছ থেকে রস বের করে নলেন গুড় তৈরি করেন বছর ৫০-এর সুরেশ বাবু। তিনি প্রায় ৮ বছর ধরে এই কাজ করে আসছেন।সুরেশবাবু জানান, প্রতি বছর ১৪ থেকে ১৫ টি খেজুর গাছ কিনে নিতে হয়। সেই গাছ থেকে রস নেবার পর কমপক্ষে সাতদিন বিশ্রাম দিতে হয়, একে বলে শুকি। এই শুকি না দিলে খেজুর রসের স্বাদ থাকবে না ফলে নলেন গুড়ের স্বাদও কমে যাবে। সুরেশবাবুর এই গুড় তৈরির কাজে হাত লাগান তাঁর দুই ছেলে উত্তম ও শুভ।এই নলেন গুড়কে বাজারজাত করার জন্য তিনি সরাইহাট, হরিরামপুর হাট, পাতিরাজ হাট সহ এলাকার বিভিন্ন হাটে এই নলেন গুড় ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করেন। তিনি বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া কিন্তু গুড়ের দাম সেভাবে পাওয়া যায় না। তবে গত দু’বছর আগে চলতে থাকা করোনা মহামারীর জেরে ব্যবসায় অনেকটা মন্দা থাকার ফলে লক্ষীর ভাঁড়ে টান পড়েছিল ব্যবসায়ীদের। তবে বর্তমানে পরিস্থিতি অনেক স্বাভাবিক আর তাই এই শীতের সময় ফের নলেন গুড়ের ব্যবসায় লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। জেলার এলাকাবাসী বিমান হালদার, জানান সুরেশবাবুর তৈরি নলেন গুড়ের একটা নাম আছে এলাকায়। যার জন্য আশপাশের এলাকা থেকে মানুষজন চলে আসেন সুরেশবাবুর বাড়ি গুড় কিনতে। তবে গত দু’দিন ধরে চলতে থাকা উত্তুরে ঠান্ডা কনকনে হাওয়া উত্তরবঙ্গ জুড়ে জাঁকিয়ে ঠান্ডার থাবা ফেলেছে তার রেশ পাওয়া যাচ্ছে হাড়ে হাড়ে। আমরা তার সাথে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীরা ঐ হাড় হিম করা ঠান্ডায় কাঁপছি। কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে জবুথবু হয়ে লেপের তলায় আশ্রয় নিয়েছে আবালবৃদ্ধবনিতা তা বলাই বাহুল্য।
নিউজ এক ঝলকে
বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে
বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা
বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা
পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে
পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে
হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা
হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা
স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি টাউনশিপে
স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি টাউনশিপে
রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়
রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম
সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী
সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী
পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা
পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা
জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং-এর
জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর
ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২
ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২
মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই
ওয়ার্কশপে মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই
নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী
নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল
উত্তরবঙ্গ বইমেলা সমাপ্ত
96%
User Review
96% (1 vote)
















