কুয়াশাচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফুটবল লীগের খেলা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শীতের ব্যাটিং শুরু, ডিসেম্বর মাসের শুরু থেকেই শীত তার ঝড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে। এদিন সকাল থেকেই গোটা শহর ছিল কুয়াশায় আবৃত। বাড়ির দরজা খুললে মনে হচ্ছে যেন এক টুকরো দার্জিলিং। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ও এদিন যথেষ্ট কুয়াশা লক্ষ্য করা যায়। শিলিগুড়ি প্রিমিয়ার লিগের খেলা চলছে কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে। এদিন এসএসবি মুখোমুখি হয়েছিল ডি এস ইউ এর। কনকনে ঠান্ডার সাথে কুয়াশা জমজমাট ফুটবল খেলা দেখতে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করেছে, পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশে। কুয়াশার চাদরে আবৃত হয়ে পড়ে গোটা শহর। ডিসেম্বর মাসের শুরু থেকেই ঠান্ডায় মজেছে শহর শিলিগুড়ি।
কুয়াশাচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফুটবল লীগের খেলা
0%

















