সিপিডিআর বারাসাত শাখার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির
দাবদাহ লাইভ, বারাসাত, গনেশ রায়: ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবিক সচেতনা শিবির ৮ই ডিসেম্বর উ ত্ত র ২৪ পরগণা জেলার বারাসাত জেলা পরিষদ ভবন নীলদর্পণ হলে সিপি ডি আরের উদ্যোগে সকাল ১০ টা থেকে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে স্থানীয় সদস্য সহ সকলের চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন, রক্তের নানা পরীক্ষা সহ প্রেসার ও গ্রুপ টেস্ট, ইসিজি, হাইট এন্ড ওয়েট ইত্যাদি নামী ডাক্তার দ্বারা করা হয় বলে জানা যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডি আর ওয়েস্ট বেঙ্গলের সভাপতি দয়াময় বিশ্বাস, সাধারণ সম্পাদক দুলাল ঘোষ এবং সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল বারাসাত শাখার সভাপতি মনোজ কুমার জাসওয়াল, সাধারণ সম্পাদক সৌমিত ঘোষ, কার্যকরী সভাপতি সুবীর রায় চৌধুরী, সহ সভাপতি লক্ষীকান্ত দেবনাথ, ক্যাশিয়ার মনিন্দ্র ঝা, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মাধবী চক্রবর্তী ও অন্যান্য সদস্য ও সদস্যারা। বিভিন্ন শাখা ও জেলার মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সমাপ্ত ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মমতাজ সঙ্ঘমিতা ও রাজ ব্যানার্জী প্রদীপ প্রজ্জ্বলন করেন।

















