মধ্যমগ্রামের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠার অভিযোগ
দাবদাহ লাইভ, বারাসাত, প্রিয়া মুখোপাধ্যায়ঃ মধ্যমগ্রামে গড়ে উঠছে একের পর এক ফ্ল্যাট। পড়ে থাকছে না খালি জমি। পুরাতন বাড়ি ভেঙেও একের পর এক ফ্ল্যাট সংস্কৃতি গড়ে উঠছে। আর ফ্ল্যাট ভিত্তিক আবাসিক নির্মান কার্যের ফলে প্রাকৃতিক ভারসাম্য বজায় যেমন থাকছে না, তেমনি দূষণের মাত্রা বাড়ছে বলে পরিবেশবিদের অভিমত। অভিযোগ, দুপুরে বিশ্রাম নেবেন বা দুপুরে ভাত খাবার পর একটু ভাতঘুম দেবেন ভাবছেন? এর কোনটাই আর সম্ভব হচ্ছে না মধ্যমগ্রামে। কারন একটাই নির্মাণ কাজ চলছে। খালি জমিতে বা কোনবাড়ি ভেঙে যে ফ্ল্যাট নির্মাণ হচ্ছে! যার ফলাফল সংলগ্ন এলাকাতে দুপুরে ভাত খাবার পরে হয় তো চোখটা একটু লেগে এসেছে অমনি চমকে উঠতে হবে বিকট যান্ত্রিক শব্দে। এছাড়া যখন তখন তো লেগেই আছে নানান অস্বস্তিকর আওয়াজ। ধুলোবালির দাপটে দিনের মধ্যে একাধিক বার আসবাবপত্র পরিষ্কার করেও নিস্তার মিলছে না ধুলোর দাপট থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দার মতে প্রমোটার রাজ যে ভাবে জাঁকিয়ে বসছে মধ্যমগ্রামে তাতে এখানে বসবাস করা বা সুস্থ থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। উপরন্তু সিন্ডিকেট তোলাবাজির দাপট। স্থানীয় কিছু মানুষ নিজেদের বিশেষ স্বার্থে এদের মদত জোগাচ্ছে বলে অভিযোগ উঠছে। উপরন্তু এখানে শ্রমিকের কাজ যুক্ত বেশির ভাগ ই বাইরে থেকে আসা। নির্মীয়মান ফ্ল্যাটে অসামাজিক কাজ চলে বলে কখনো কখনো অভযোগ উঠছে। আবার কেহ ভয়ে বা বিশেষ স্বার্থে মুখ বন্ধ রাখে বলেও কান পাতলেই শোনা যায়। সব মিলিয়ে শান্তিপূর্ণ মধ্যমগ্রাম আগামীর একটা আতঙ্কের পরিবেশ বলে বিশেষজ্ঞবিদের অনুমান বলে জানা যায়। রেল কর্ম্মীদের ভোট
নিউজ এক ঝলকে
মধ্যমগ্রামের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠার অভিযোগ
97%

















