বাংলাদেশে হিন্দু নির্যাতন, পথে নামল অশোকনগরের পুরোহিত সমাজ
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: এক শ্বাসরোধকারী সময়ের মধ্য দিয়ে বাংলাদেশি সনাতনীদের দিনযাপন। বাংলাদেশে লাগাতার সনাতনী হিন্দু নির্যাতনের আবহে ভারতে সম্প্রতি পথে নামলো অশোকনগরের পুরোহিত সমাজ। পরিকল্পিতভাবে বাংলাদেশে ইসলামিক কট্টরপন্থী দ্বারা হিন্দু হত্যা, মন্দির ভাঙচুর, হিন্দু সম্পত্তি লুণ্ঠন, নারী নির্যাতন, ভারতের জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশের সনাতনী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় অশোকনগর- কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির সদস্যরা। পুরোহিত সমিতির সম্পাদক মিলন আচার্যের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল এলাকার দীর্ঘ রাজপথ পরিক্রমা করে। এই ধিক্কার মিছিল থেকে বাংলাদেশের স্বৈরাচারী শাসক ইউনূস সরকারের বিরুদ্ধে পুরোহিতরা গর্জে উঠে তির্যক বক্তব্য পেশ করেন। মিলনবাবু জানান, ‘ বাংলাদেশে অবিলম্বে বন্ধ হোক এই অত্যাচার। অসহায় হিন্দু সনাতনীদের ওপর নির্মম, নিন্দনীয় নির্যাতনের আমরা ধিক্কার জানাই ! সঙ্গে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। খুব শীঘ্রই আমরা সম্মিলিতভাবে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হচ্ছি।’

















