Banner Top

কলকাতায় দু’ কোটি টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত

                                                                                            দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ  খাস কলকাতা থেকে উদ্ধার বস্তা বস্তা জাল ঔষুধ। যে সে ঔষুধ নয়, রোজের ব্যবহারের ঔষুধ। উচ্চ রক্তচাপ, সুগার, গ্যাস, হার্ট কিংবা কিডনির সমস্যায় যেসব ওষুধ খান মানুষ, সেই ঔষুধই জাল করে বিক্রি করা হচ্ছিল দিনের পর দিন ধরে। দেখলে বোঝারও উপায় নেই, কারণ অবিকল একই রকম দেখতে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোলার অরগাইজেশনের SCDSCOV একটি অভিযানে কলুটোলা স্টেট থেকে ২ কোটি টাকার এমনই জাল ঔষুধ বাজেয়াপ্ত করা হয়েছে ( FAKE MEDICINES FOUND IN KOLKATA ) । সূত্রের খবর, চলতি বছর জানুয়ারি মাসে একটি অভিযানে ১০ লক্ষ টাকার জাল ঔষুধের সন্ধান মিলেছিল। তারপর সেই সূত্র ধরেই গোপনে তদন্ত চালানো হচ্ছিল। এরপর গত ৭ এবং ৮  জুলাই ক্রেতা সেজে কলুটোলার ৮২ নম্বর মাওলানা শওকত লেনের একটি ৩ তলা বাড়িতে অভিযান চালান কেন্দ্রীয় সংস্থাটির আধিকারিকরা। সেখানেই অসীম সাধু নামে একজনের সঙ্গে দেখা হয় তাদের। তার কাছে খোঁজ হতেই বিপদ আঁচ করে অসীম গোয়েন্দাদের ভুল পথ দেখিয়ে দেয়। কিন্তু আরও কয়েকজনের সঙ্গে কথা বলে তদন্তকারীরা, বুঝতে পারেন, তিনতলার ওই ঘরই জাল ঔষুধের গুদাম। এরপর আর একা নয়, সঙ্গে কলকাতা পুলিশকে নিয়ে ফের ওই গুদামে হানা দেন তারা। কিন্তু গিয়ে দেখা যায়, ঘরের সামনে কলাক্সিবল গেটে তালা মেরে পালিয়েছে অসীম সাধু। ঘন্টা দুয়েক সেখানেই অপেক্ষা করেন সকলে। শেষমেষ ঠিক হয়, গুহাটির সিল করে দেওয়া হবে, তারপর পরবর্তী পদক্ষেপের কথা ভাবা যাবে। কিন্তু ঠিক সেই সময়েই খটকা লাগে তাদের। তদন্তকারীদের একজন জানান, তার অনুমান, ঘরের ভিতরে কেউ রয়েছে। সে যাতে ধরা না পড়ে যায়, তার জন্যই এরপরেই গেটের তালা ভেঙে ফেলেন আধিকারিকরা। দেখা যায়, তাদের অনুমানই সঠিক। ভিতর থেকে বন্ধ রয়েছে ঘরের দরজা। এরপরেই ধাক্কাধাক্কি করতে সেখান থেকে বেরিয়ে আসে অসীম সাধু। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় তাকে। ওই গুদামঘর থেকেই বিপুল পরিমাণ জল ঔষুধ উদ্ধার করা হয়েছে, তবে বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। তদন্তকারীদের অনুমান, শহরের আনাছে কানাচে ঘিঞ্জি জায়গায় এইভাবেই ভেজাল ওষুধের ব্যবসা চালিয়ে যাচ্ছে একাধিক চক্র। এই সমস্ত জাল ঔষুধ কোথায় তৈরি হতো, কোথায় বা পাঁচার করা হতো, তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। তবে এই উদ্ধার অভিযানে পর রাজ্যের ড্রাগ ঔষধের চক্র চলছিল কিভাবে, কেনই বা স্বাস্থ্য দপ্তরের কাছে সেই খবর ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ঔষুধ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। কলকাতা ছাড়াও পাঁচটি জেলা চিহ্নিত করেছেন গোয়েন্দারা হাওড়া হুগলি বর্ধমান দক্ষিণ 24 পরগনা উত্তর ২৪ পরগনা।
কলকাতায় দু' কোটি টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment