শিলিগুড়িতে মহকুমা বইমেলা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় তথা পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার স্থানীয় গ্রন্থাগার দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ি মহকুমা বইমেলা। বইপ্রেমী মানুষদের জন্য সুখবর; শুরু হয়ে গেল শিলিগুড়ি মহকুমা বইমেলা। এবারে এই বইমেলা ১৪তম বর্ষে পদার্পণ করল। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হয়ে গেল শিলিগুড়ি মহকুমা বইমেলার। প্রথম দিন থেকেই লক্ষ্য করা যায় বই প্রেমী মানুষদের আগমন। এবারে মেলায় রয়েছে অন্তত ৫০ টি বইয়ের স্টল, যে সমস্ত স্টল গুলিতে সব বয়সী দের জন্য রয়েছে বইয়ের সম্ভার। ঠাকুরমার ঝুলি থেকে আরম্ভ করে, মনীষীদের বই সহ আরো বিভিন্ন ধরনের বই রয়েছে বিভিন্ন স্টল গুলিতে। প্রথম দিনই লক্ষ্য করা যায় বিভিন্ন স্টল গুলিতে বইপ্রেমী মানুষদের ভিড়। মেলা চলবে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেকদিন দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে এই বইমেলা। প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে শুভ উদ্বোধন হয় শিলিগুড়ি মহকুমা বইমেলার। উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
নিউজ এক ঝলকে
শিলিগুড়িতে মহকুমা বইমেলা
94%

















