অপরাহ্ণের উদ্যোগে সীমান্ত শহর বনগাঁ পরিদর্শনে প্রবীণ নাগরিকগণ
দাবদাহ লাইভ, নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরের প্রবীণ নাগরিকদের সংগঠন অপরাহ্ণের উদ্যোগে সাম্প্রতিক কালে সারাদিন কাটিয়ে এলো সীমান্ত শহর বনগায়। শুরুতে শৈবতীর্থ জলেশ্বর হয়ে সাত ভাই কালিতলা হয়ে বিভূতিভূষণের বসতবাটি ছুঁয়ে তাঁরা পৌঁছে যায় ইছামতি নদীর ধারে ভক্ত হরিদাসের আখড়ায়। তারপর পেট্রাপোল বর্ডারে। যেখানে গেলে মনটা অন্যরকম হয়ে যায়। অনুভব করা যায় ভারতীয় সৈনিকরা কিভাবে আমাদের দেশকে দিনের পর দিন — রাতের পর রাত নিঃশব্দে পাহারা দিয়ে চলেছেন। দেশবাসী হিসেবে তাদের স্যালুট জানায় অপরাহ্ন। তাদের প্রতি কৃতজ্ঞতার কোন অন্ত নেই। অপরাহ্ন সম্পাদক পাচুগোপাল হাজরা জানান, এদিনের এই সফরে সভাপতি বাসুদেব চন্দ ছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুনুপম দাস, দীপক চৌধুরী, রাম চক্রবর্তী সহ বহু বিশিষ্টজন। ছিলেন ধীরেন নন্দী, সনাতন রায় চৌধুরী, শান্তি বিশ্বাস, যুথিকা নন্দী, তপতী চক্রবর্তী, আরতি চক্রবর্তী, মালা চন্দ, গীতা বিশ্বাস, চন্দনা ভট্টাচার্য, মেঘলা সূত্রধর ছাড়াও সাংবাদিক প্রলয় দত্ত সহ আরো অনেকে। যারা যেতে পারেননি বাস ছাড়ার মুহূর্তে তাদের উপস্থিতি ছিল এক অন্য পাওনা। এরই মাঝে শৈব তীর্থ জলেশ্বর মন্দিরে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালো, রাজ্যের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির বন্ধুরা। তারা তুলে দিলেন রক্ত গোলাপ এবং সভাপতি বাসুদেব চন্দর হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয়। বরীষ্ঠ নাগরিকদের মানসিক শান্তি প্রদানের লক্ষ্যে অপরাহ্ণের এই উদ্যোগ ছিল নিঃসন্দেহে অভিনব বলে অভিমত সমাজ সচেতকদিগের।



















