ফেরিওয়ালার ঝোলা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ রাজ্য জুড়ে ঘটে চলেছে নানান অপ্রীতিকর ঘটনা। যা ঘিরে উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলগুলি। বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুড়ি মুড়কির মত উদ্ধার হচ্ছে বোমা, গুলি, বন্দুক। রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বোমা গুলির ভান্ডার তৈরি হয়েছে বলে বারবার অভিযোগ করেছে বিরোধী দলগুলি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতেই ওই অবৈধ অস্ত্র তৈরীর কারখানা তৈরি হওয়ার পাশাপাশি বোমা, গুলি ও অর্থের লেনদেন চলছে বলেও অভিযোগ। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু আচমকা একজন ফেরিওয়ালার ঝোলা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার চন্দননগর পুলিশ কমিশনারেট এর ডানকুনি থানার অন্তর্গত ডানকুনি শিল্পাঞ্চলের খুসাইগাছি এলাকায় ঘটনাটি ঘটে। এহেন ঘটনায় হতবাক পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বেশ কিছুদিন যাবৎ ডানকুনির তেঁতুলতলায় বসবাস করত মহিউদ্দিন মোল্লা ওরফে ছোট্ট নামে এক ফেরিওয়ালা। সূত্র অনুযায়ী খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ খুসাইগাছি এলাকায় হানা দেয়। সেখানে ছোট্টকে দেখে সন্দেহ হওয়ায়, তাঁকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালাতেই তাঁর ঝোলা থেকে উদ্ধার হয় একটি ওয়ান সাটার পিস্তল। এরপরই ওই ফেরিওয়ালাকে গ্রেফতার করে ডানকুনি থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। একজন ফেরিওয়ালা হয়ে ধৃত তাঁর ঝোলায় আগ্নেয়াস্ত্র রেখেছে কেন, সে কবে, কোথা থেকে পেয়েছে ওই আগ্নেয়াস্ত্র, কতদিন যাবত ধৃত সেটি নিজ ঝোলায় নিয়ে ঘুরছিল, সে কোনও বড়সড় দুষ্কৃতি দলের সঙ্গে যুক্ত কিনা বা কোনও অপরাধমূলক কাজের ছক কষেছিল কিনা, তাঁর সাথে আর কে বা কারা কিভাবে যুক্ত, উঠে এসেছে এমনই নানান প্রশ্ন। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় ডানকুনি থানার পুলিশ।
গোপন সুড়ঙ্গ দেখায় এলাকায় চাঞ্চল্য
নিউজ এক ঝলকে
ফেরিওয়ালার ঝোলা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
95%


















