জেলায় বীরসা মুন্ডার জন্মদিন পালন
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণার জেলা আদিবাসী উন্নয়ন বিভাগের আয়োজনে – সন্দেশখালি-১ ব্লকের ন্যাজাটের ল্যাম্পস প্রাঙ্গণে বিরসা মুন্ডার জন্মদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। জেলা পরিষদের পারিষদবর্গ উপস্থিত ছিলেন। গোটা জেলায় বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচী নেওয়া হয়। জেলার অন্যতম আধিবাসী অধ্যুষিত এলাকা সন্দেশখালি বিভিন্ন কর্মসূচী পালন হয়। বিরসা মুন্ডা (১৫ নভেম্বর ১৮৭৫ – ৯ জুন, ১৯০০) ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। উল্লেখ্য, বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের শুভসূচনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্যাদাব্যঞ্জক উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছে নিউটাউনের আদিবাসী ভবন।


















