নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রের জীবনাবসান
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রের প্রয়াণে বাংলা থিয়েটারের নক্ষত্র পতন ঘটল বলে বিশেষজ্ঞ মহল মনে করে। ভারতীয় শিল্প কলায় নাট্যচর্চায় উল্লেখযোগ্য এক মুখ মনোজ মিত্র। যে কোন চরিত্র তাঁর কাছে অনায়াসে চরিত্র বিন্যাসে ফুটে উঠত। প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’ স্কটিশ চার্চ কলেজ ছাত্র অবস্থায় ভাবনা তার পর বন্ধুদের সাথে যুক্ত হয়ে সুন্দরম নাট্যদল। বাংলা নাটকের মাইল ফলক পথিকৃৎ, ছবি, মঞ্চ বিভিন্ন ধারায় বিচরণ ছিল মনোজ বাবুর। বাংলা থিয়েটারে এক প্রাতিষ্ঠানিক চেহারা তুলে এনেছিলেন মনোজ মিত্রের চরিত্র চিত্রনে মঞ্চ নাট্য ভাবনা ও চলচিত্রে তার মু ন্সীয়ানা দেখা যায়। উল্লেখযোগ্য হিসাবে চাক ভাঙা মধু, রাজরক্ত, পরবাস, নরক গুলজার, অলকানন্দার পুত্র কন্যা। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্য বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেছেন। ছাত্র হিসেবে তাঁকে অনেক কাছ দেখার সুযোগ হয়েছিল। চরিত্রের মধ্যে কৌতুকের পরিমিতি বোধ ছিল বলেই পূর্ণাঙ্গ ও একক মিলিয়ে এক শ’য়ের বেশী লিখে ছিলেন মনোজ মিত্র ও ভারত সরকারের সংগীত নাটক একাডেমি পুরষ্কার ১৯৮৫ সালে এবং রাজ্য সরকারের বঙ্গ বিভুষণ পুরষ্কারে ভূষিত হন।সহজ সরল মানুষ ছিলেন সাধারণের প্রিয় এই বাঞ্ছারাম।













