স্থানীয় দাবীতে কৃষকের পথ অবরোধ
দাবদাহ লাইভ, পটাশপুর, অক্ষয় গুছাইত: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের এগরা বাজকুল রাজ্য সড়কে পালপাড়া জোড়া কালী মন্দিরের কাছে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ করল স্থানীয় প্রায় ১৪টি গ্রামের কয়েক শ কৃষক। মহিলারাও শামিল হয়েছে এই পথ অবরোধে। কয়েক হাজার একর চাষের জমিতে বৃষ্টির অতিরিক্ত জল জমে থাকে বছর ভর। নিকাশি ব্যবস্থা বন্ধ করে বেআইনি নির্মাণ এবং ভেড়ীর ব্যবসার অভিযোগ। প্রায় চল্লিশ বছর ধরে চলছে এই সমস্যা। বার বার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে তাই আজ এই অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন এলাকার কৃষকরা।


















