তৃণমূল কর্মীদের শুধরে নেওয়ার বার্তা পুরপ্রধানের
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: আজ হাবড়া বেড়গুম ২ নং গ্রাম পঞ্চায়েতের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এসে দলীয় কর্মী- সমর্থকদের উদ্দেশ্যে ফেনীয়ে ওঠে যার তীব্র অভিমান, তিনি গোবরডাঙ্গার পুরপ্রধান শংকর দত্ত। উপস্থিত সকলের উদ্দেশ্যে বিজয়া, দীপাবলী সহ জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আক্ষেপের সুরে শ্রীদত্ত জানান, এখন অনুষ্ঠান মঞ্চে উঠতে আমার লজ্জা হয়। আমাদের দলীয় সভা- সমিতিতে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করি, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন দেখতে পাই না। লোকসভা- বিধানসভায় আমাদের হার হচ্ছে। আমরা মানুষের বোল বুঝতে পারি না। নিজেদের ভুল- ত্রুটি শুধরে মানুষের পাশে থাকার সময় এসেছে বলে বার্তা দেন। বেড়গুম ২ নং গ্রাম পঞ্চায়েতের শারদ অন্তিম মিলনোৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মুক্তমঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন দলনেতা বিশ্বজিৎ দাস, গোবিন্দ দাস, অজিত সাহা, ইলা বাকচি, পঞ্চায়েত প্রধান ঝুমা ঘোষ, উপপ্রধান অশোক শীল, বিমল ঘোষ, তাপস ঘোষ, কল্যাণ দত্ত, নিরুপম রায়, পিনাকী বিশ্বাস, নরোত্তম বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, জয়দেব সুর, সাবিত্রী তালুকদার, পিয়ালী চক্রবর্তী, সঞ্জয় রায় সহ অন্যান্যরা। উপস্থিত বিশিষ্টজনেরা প্রত্যেকেই বেড়গুম ২নং গ্রাম পঞ্চায়েতের শারদ অন্তিম মিলনোৎসবের আনুপূর্বিক বিবরণ তুলে ধরে মাঙ্গলিক এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। গ্রাম পঞ্চায়েত প্রধান ঝুমা ঘোষ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দলমত নির্বিশেষে আমরা আজ বিজয়া সম্মিলনীতে শুভেচ্ছা বিনিময় করেছি । সকলের মধ্যে আন্তরিকতা ও মেলবন্ধন দৃঢ় করবার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। পরিশেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী ক্লাব সংগঠনের হাতে এ বছরের শারদ সম্মান তুলে দেওয়া হয়। এলাকার বহু মানুষের উপস্থিতি ও উচ্চকিত কলতানে পঞ্চায়েতের এই মিলনোৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।

















