শ্যামা আরাধনায় বারাসাত
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ শ্যামা মায়ের আরাধনায় বারাসাত শহর কয়েক বছর ধরে নতুন মাত্রায় নিজেকে যুক্ত করেছে। কোলকাতার আমহার্ষ্ট স্ট্রীট ফাটাকেষ্টোর পুজো একসময় মানুষের মনকে নাড়া দিত। পরবর্তী স্তরে বারাসাত কালি পুজোয় সেরা শিরোপা অর্জন করেছে। বারাসাতের পুজো থীম আলোক সজ্জা মাতৃপ্রতিমা অভিনব। কে এন সি রেজিমেন্ট, ব্যায়াম সমিতি, রেজিমেন্ট, আগুয়ান সংঘ, বিদ্রোহী, শতদল যুব গোষ্ঠী নবপ্ললী সার্বজনীনের প্রেমমন্দীর, আমরা সবাই এর কৈলাশ মানুষকে আনন্দ দিয়েছে; মানুষের ঢল দেখে প্রতি মুহূর্তে মনে হচ্ছিল বারাসাত উৎসবের নগরী। যাদের চিন্তা ভাবনার জন্য বারাসাত শহর গড়ে উঠেছে, সেই প্যারীচরণ সরকার, কালী প্রসন্ন সিংহ ও ডেপুটি মেজিসট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শহরে শ্যামার উপস্থাপনা সহ আলো ও মাতৃবন্দনায় রাজ্যের মধ্যে শ্রেষ্টত্বের জায়গা তুলে ধরেছে বলে সাধারণ দর্শনার্থীদিগের অভিমত। প্রায় সব পুজো কমিটি উৎসবের পাশাপাশি সামাজিক কর্মকান্ড দরিদ্র নারায়ণ সেবার ব্যবস্থা করে অভিনব রুপ দিয়েছে বলে জানা যায়।

















