চন্ডীপাঠে বিজয়া সম্মিলনী সিপিডিআরের
দাবদাহ লাইভ, বারাসাত, গনেশ রায়: সম্প্রতি, মানবাধিকার সংগঠন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল বারাসাত শাখার নিজস্ব অফিসে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। চণ্ডীপাঠ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গান-নাচেরও আয়োজন করা হয়। একটু মিষ্টি মুখ একটু আনন্দ ,শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানানোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল এর সেন্ট্রাল কমিটির সেক্রেটারি দুলাল ঘোষ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শম্পা দেবনাথ, শাখার এডভাইজার অনুপ কুমার বাইন, বারাসাত শাখা সভাপতি মনোজ কুমার জাসওয়াল, সাধারণ সম্পাদক সৌমিত ঘোষ, কার্যকরী সভাপতি সুবীর রায় চৌধুরী, সহ সভাপতি লক্ষীকান্ত দেবনাথ, ক্যাশিয়ার মনিন্দ্র ঝা, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মাধবী চক্রবর্তী ও অন্যান্য সদস্য ও সদস্যারা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়।

















