নৃত্য প্রভা ডান্স একাডেমির সংস্কৃতিক সন্ধ্যা
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: হাবড়া নৃত্য প্রভা ডান্স একাডেমীর আয়োজনায় অশোকনগর শহীদ সদন মঞ্চে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এই নৃত্য সংগঠনের রজতজয়ন্তী বর্ষের সূচনা লগ্নের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অজয় চক্রবর্তী, দিলীপ ঘোষ, সুভাষ দে, মম গাঙ্গুলী বিশ্বাস সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা সকলেই নৃত্যপ্রভা একাডেমির উচ্ছ্বসিত প্রশংসা করে এলাকার নৃত্যের প্রচার- প্রসারে সংগঠনের কর্ণধার আশীষ বণিকের অবদান তুলে ধরেন। নৃত্য প্রভার শিক্ষার্থীরা শাস্ত্রীয় সংগীত সহ ভারতীয় বিভিন্ন ধারার মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান অঙ্গনে অভিভাবক সহ দর্শক সাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান সঞ্চালনায় পলি দত্ত অনন্য।























