Banner Top

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতি, তদন্তে পুলিশ

                                      দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ আরজি কর কান্ডের পর থেকে দিকে দিকে ঘটে চলেছে নানান অপ্রীতিকর ঘটনা। পূজোর কার্নিভাল সহ ঘটতে থাকা ঘটনাগুলির ক্ষেত্রে বারংবার পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এরই মাঝে বড়সড় সাফল্য পেল গোবরডাঙা থানা।  সূত্রের খবর অনুযায়ী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দূষ্কৃতিকে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার গোবরডাঙা থানার অন্তর্গত সাহেববাড়ি মোড় এলাকায় ঘটনাটি ঘটে। এ প্রসঙ্গে বুধবার দুপুরে হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস একটি সাংবাদিক সম্মেলন মারফত জানান, মঙ্গলবার গভীর রাতে গোবরডাঙা থানার ক্রাইম অফিসার এসআই শান্তনু ঘোষের কাছে গোপন সূত্র মারফত খবর আসে যে, সাহেববাড়ি মোড় এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে এক যুবক। খবরটা পাওয়া মাত্রই গোবরডাঙা থানার আধিকারিক পিঙ্কি ঘোষকে বিষয়টি জানান তিনি। এরপর আধিকারিক পিঙ্কি ঘোষের নির্দেশ অনুযায়ী সাহেববাড়ি এলাকায় হানা দেয় পুলিশ। সেখানে পৌঁছে এক যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরই গোবরডাঙ্গা থানার অন্তর্গত মাস্টার কলোনি এলাকার বাসিন্দা ৩০ বছরের সায়ন ব্যাপারী নামক ওই যুবককে গ্রেফতার করে গোবরডাঙা থানায় নিয়ে যায় পুলিশ। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। কিন্তু মুখে এক প্রকার কুলুপ এঁটে রাখে ধৃত ওই যুবক। বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে, ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, ৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, গোবরডাঙা থানার পক্ষ থেকে ধৃতকে বুধবার একটা নাগাদ বারাসাত আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। এখন প্রশ্ন হল, ধৃত আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিল কেন, কোথা থেকে পেয়েছিল সে ওই উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি, ধৃত সেটা নিয়ে ঘোরাঘুরিই বা করছিল কেন, তাঁর সাথে আর কেউ কোনোভাবে যুক্ত কিনা, আগ্নেয়াস্ত্রটি বিক্রির উদ্দেশ্যেই কি ওই রাতে ওই স্থানে পৌঁছেছিল সে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য – এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় পুলিশ।

দ্রোহ কার্নিভালে অস্বস্তিতে তৃণমূল

দ্রোহ কার্নিভালে অস্বস্তিতে তৃণমূল

দ্রোহ-র কার্নিভালের অনুমতি, অস্বস্তিতে তৃণমূল

                                   দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  আরজি কর কাণ্ডের জেরে চিকিৎসকদের কর্ম বিরতি, অনশন ইত্যাদি নানান ইস্যুতে আদালতে একের পর এক ধাক্কা, যা অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের। দুর্গোৎসবের মাঝেই মঙ্গলবার ফের নয়া প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করে চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। অন্যদিকে একই দিনে জোড়া কর্মসূচি হওয়ায় ধর্মতলার আশেপাশের কিছু এলাকায় ১৬৩ ধারা জারি করে কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টে থেকে শুরু রেড রোডে পুজোর কার্নিভাল। এদিকে প্রায় একই সময়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’ রানী রাসমনি রোডে দ্রোহের কার্নিভালের ডাক দেয়। তবে দ্রোহের কার্নিভালটির কোনও পুলিশি অনুমতি ছিল না। সেখানে বিকেল ৪ টে থেকে শুরু হয় জমায়েত। সেমতাবস্থায় দ্রোহের কার্নিভালের কারণে পুজোর কার্নিভালে বিঘ্ন ঘটতে পারে। অশান্তি ছড়ানোর আশঙ্কাও করেছে পুলিশ। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতির সামাল দিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করে কলকাতা পুলিশ। এদিনের জন্য রানী রাসমণি এভিনিউ সহ ওয়াই চ্যানেল, নিউ রোড, মেয়ো রোড, আউটরাম রোড, একাডেমি অফ ফাইন আর্টসের সামনে, জওহরলাল নেহেরু রোড, কুইন্স ওয়ে, স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়। একইসাথে ওই এলাকাগুলিতে ১৬৩ ধারা জারি করা হবে। এই মর্মে সোমবার রাতে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার স্বাক্ষরিত একটি নির্দেশিকা জারি করা হয়। ১৬৩ ধারা জারি থাকা এলাকাগুলিতে একসঙ্গে চার জনের বেশি কেউ জড়ো হতে পারবে না। লাঠি বা কোন অস্ত্র নিয়েও ঘোরা যাবে না। পাশাপাশি কোনও ধরনের মিছিল, সভা, ধর্না, জমায়েত বা বিক্ষোভ প্রদর্শনও করা যাবে না। দ্রোহ কার্নিভাল আটকাতে রাস্তায় রাস্তায় বসানো হয় ব্যারিকেট। এরপরই রানী রাসমণি এভিনিউ-এ কলকাতা পুলিশের ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে চিকিৎসকেরা। মঙ্গলবার দুপুরে বিচারপতি রবি কিষাণ কাপুরের বিশেষ বেঞ্চে শুরু হয় এই মামলার শুনানি। এদিন প্রথমে রাজ্যের আইনজীবী বিচারপতিকে বলেন, মঙ্গলবার অর্থাৎ আজ পূজোর কার্নিভাল যে রয়েছে তা রাজ্যের সকলেই জানেন। অপরদিকে চিকিৎসকদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, রেড রোড থেকে অদূরেই চিকিৎসকরা তাঁদের কর্মসূচি করছে। এরপরেই রানী রাসমণি রোডে কর্মসূচির অনুমতি দেওয়ার আর্জি জানান তিনি। সেইসঙ্গে মামলাকারীর আইনজীবী এও জানান, মঙ্গলবার দ্রোহ কার্নিভাল আয়োজন করতে চেয়ে ১১ই অক্টোবর চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এর পরেই রাজ্যের আইনজীবী দ্রোহের কার্নিভাল অন্য কোনওদিন আয়োজন করার দাবি তোলেন। তাঁর কথায়, “বিকেল সাড়ে ৪ টে থেকে পুজোর কার্নিভাল শুরু হবে। যথাযথ কারণের জন্যই ১৬৩ ধারা জারি করা হয়েছে। অন্য কোনদিন ওই কর্মসূচি করা হোক।” পাশাপাশি আগামীকাল এই প্রতিবাদী কর্মসূচি করার প্রস্তাবও দেন রাজ্যের আইনজীবী। এরপর বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, একসঙ্গে দুটো কার্নিভাল নিয়ন্ত্রণ করার ক্ষমতা কি রাজ্যের নেই? এর প্রত্যুত্তরে রাজ্যের আইনজীবী বিচারপতির উদ্দেশ্যে বলেন, ডাক্তারদের কর্মসূচি হলে উত্তর কলকাতার রেড রোডে পৌঁছাতে অনেক পূজো কমিটির সমস্যা হবে। এদিকে মামলাকারীদের আইনজীবী বলেন, “ডাক্তারেরা গুন্ডা নন। আমি নিশ্চিত করে বলছি, তাঁদের কর্মসূচি শান্তিপূর্ণই হবে। পুলিশ বলতে পারে না আমি কোন দিন কর্মসূচি করব। রানী রাসমণি রোডে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। তারা আটকে রাখুক।” এরপরও রাজ্যের আইনজীবী যাতে অন্য কোনও দিন দ্রোহের কার্নিভাল করা হয় তার আর্জি জানান। এরপরই হাইকোর্টের বিচারপতি, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সদের দ্রোহের কার্নিভাল করার অনুমতি দেন। সেই সঙ্গে রবি কিষাণ কাপুরের বেঞ্চ জানিয়েছেন, “শান্তিপূর্ণ প্রতিবাদ এর অধিকার যে রয়েছে, আদালত বার বার এই নির্দেশ দিয়েছে। রেড রোড এবং রানী রাসমণি রোডের মাঝে ব্যারিকেট করে দেওয়া হবে বলেও তিনি জানান। এরপর বিচারপতি মন্তব্য করেন যে, এক্ষেত্রে ১৬৩ ধারা জারি অসামঞ্জস্যপূর্ণ। তাই কলকাতা পুলিশের ১৬৩ ধারা জারির নির্দেশিকা খারিজ করে কলকাতা হাইকোর্ট। সেই মামলাতেই আদালতে জোর ধাক্কা খায় রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশের পর চিকিৎসকদের কার্নিভাল রুখতে অবরুদ্ধ করে রাখা রাস্তা থেকে সরানো হয় লৌহ কপাট। তড়িঘড়ি সরানো হয় গার্ড রেল। সমাজের যে কোনও মানুষ সেখানে জড়ো হতে পারেন বলে সাফ জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। স্বাভাবিকভাবেই হাইকোর্টের এহেন রায় শুনে উচ্ছ্বসিত হয়ে পড়ে চিকিৎসক মহল সহ গোটা নাগরিক সমাজ।

কুকুরের আতঙ্কে লাঠি হাতে পাহারায় যুবকবৃন্দ

কুকুরের আতঙ্কে লাঠি হাতে পাহারায় যুবক

কুকুরের আতঙ্কে লাঠি হাতে পাহারায় যুবকবৃন্দ

                                দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  কুকুরের কামড়ে জখম হয়ে চিকিৎসাধীন গ্রামের বহু মানুষ। আতঙ্কিত হয়ে গৃহবন্দী হয়ে পড়েছে স্থানীয়রা। নিরাপত্তার জন্য লাঠি হাতে গ্রামে ঘুরছে যুবকের দল। এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ট্যাংরা এলাকায়। আচমকাই হাসনাবাদের ট্যাংরা এলাকায় ছড়িয়েছে কুকুরের আতঙ্ক। ইতিমধ্যেই কুকুরের কামড়ে জখম হয়েছে ৩০ জনেরও বেশি মানুষ। যাঁদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশু। কয়েকজন হাসপাতালে এখনও চিকিৎসাধীন। আহত কিছু মানুষকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে৷ আর এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হাসনাবাদের ট্যাংরা সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে। যার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছে কয়েকশো গ্রামবাসী। নিরাপত্তার তাগিদে সোমবার সকাল আটটা থেকে লাঠি হাতে নিয়ে গ্রামে ঘুরতে দেখা যায় এলাকার যুবকদের। তাঁদের কথায়, ট্যাংরা, তারাগোপাল, বেনা, মহিষ পুকুর সহ বেশ কিছু এলাকার মানুষকে কামড়েছে কুকুর। ফলে গুরুতর জখম হয়েছে মানুষ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন। তাঁরা কুকুরগুলোকে আটকানোর চেষ্টা করলেও পারছে না। তাই লাঠি নিয়ে পথে নেমেছে তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কুকুরগুলিকে ধরে অন্যত্র রাখার ব্যবস্থা করুক, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পথে চলতে পারে। এমনই দাবি জানায় ওই যুবকবৃন্দ।

গ্রেফতার একজন শিশুসহ ১০ জন অনুপ্রবেশকারী

গ্রেফতার একজন শিশুসহ ১০ জন অনুপ্রবেশকারী

গ্রেফতার একজন শিশুসহ ১০ জন অনুপ্রবেশকারী

                                          দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় ১০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে স্বরূপনগরের তারালি ও বিথারী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ সীমানা পেরিয়ে ভারতের প্রবেশ করার সময়, এক জন শিশুসহ ১০ জন অনুপ্রবেশকারীকে আটক করে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। পরবর্তীতে তাঁদের সরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। পুলিশ তাঁদের গ্রেফতার করে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে স্বরূপ নগর থানার পুলিশের পক্ষ থেকে সোমবার একটা নাগাদ ধৃতদের বসিরহাট আদালতে পাঠানো হয়।

নিউজ এক ঝলকে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পুষ্প প্রদর্শনী মেলা মধ্যমগ্রামে

মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স  লাভার্স এর পুষ্প প্রদর্শনী

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং-এর

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই 

ওয়ার্কশপে মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই

রক্তকরবীর সেই নীল ঘোড়া নব আঙ্গিকে

রক্তকরবীর সেই নীল ঘোড়া নব আঙ্গিকে

মধ্যমগ্রামের বিবেক মেলা উদ্বোধনে রাজ্যপাল

মধ্যমগ্রামের বিবেক মেলা উদ্বোধনে রাজ্যপাল

নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী 

নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী 

বেঙ্গল ফ্যাশন স্টার গৌরবের শিখরে

বেঙ্গল ফ্যাশন স্টার: গৌরবের শিখরে                                                                    দাবদাহ লাইভ,  ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:  বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো এবারের মনোমুগ্ধকর পেজেন্ট শো, যেখানে প্রায় ১৪০ জন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতি, তদন্তে পুলিশ
User Review
97% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment