বাণীপুরে অমিয় প্রভা পত্রিকার উদ্বোধন
দাবদাহ লাইভ, হাবড়া, নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি, উত্তর ২৪ পরগনা জেলার বাণীপুর দেবমন গৃহে প্রকাশিত হল অমিয় প্রভা সাহিত্য পত্রিকা। সাহিত্যের অমৃত সুধা অর্থে অমিয় এবং তার দীপ্তি অর্থাৎ প্রভা – এই মননে এই মননশীল পত্রিকার উদ্বোধন হল জানালেন পত্রিকা সম্পাদক বাসুদেব সেন। সমাজে সাহিত্য প্রেমী বেশ কিছু মানুষ হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে । ছিলেন ‘ অবগুণ্ঠন ‘ পত্রিকার সম্পাদক অমিতাভ দাস, ‘ জনমন ‘ পত্রিকার সম্পাদক সমুদ্র বিশ্বাস, ক্রাকার পত্রিকার সম্পাদক ‘ গৌরাঙ্গ দাস, ‘ অনঘ ‘ পত্রিকার সম্পাদক মধুমিতা রায়, ‘ প্রতিবেশী ( নবপর্যায়)’ পত্রিকার সম্পাদক বাসুদেব মুখোপাধ্যায়, ‘ বাণীবীথিকা ‘ পত্রিকার সম্পাদক টুলু সেন, ‘ কুহু কেকা’ পত্রিকার সহ সম্পাদক অনুপ কুমার বালা,কবি অর্চনা দে বিশ্বাস, রাইলি সেনগুপ্ত, তমাল কৃষ্ণ বনিক, তারাশঙ্কর আচার্য, জয়ন্ত কুমার মালি, সফিয়ার রহমান, সুনন্দা বোস, মিন্টু বাড়ৈ, রাজু সরকার, সাংবাদিক ও প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক সুদিন গোলদার। সঙ্গীত পরিবেশন করেন গৌরব পাল, রিধীমা দাস, দীপ্তি সেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও কবি পাঁচুগোপাল হাজরা। এদিন সাহিত্যিক স্বর্ণাভ বন্দোপাধ্যায় -এর উপন্যাস ‘ অচেনা জীবন ‘ এর মোড়ক উন্মোচন হয় এই অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আর জি কর কান্ডের সুরাহা দাবি ও সুস্থ সামাজিক পরিবেশের প্রত্যাশা দাবি করে সভাপতি গৌরাঙ্গ দাস সভার সমাপ্তি ঘোষণা করেন ।

















