আহত ভবঘুরের ঝুলিতে লক্ষাধিক টাকা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ পথ দুর্ঘটনায় জখম হয় এক ভবঘুরে বৃদ্ধা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায়, রক্তাক্ত জখম অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। অজ্ঞাত পরিচয় সেই ভবঘুরে আহত বৃদ্ধার পাশে থাকা ঝুলি থেকে উদ্ধার হয় নগদ লক্ষাধিক টাকা। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা থানার অন্তর্গত কালিয়ান এলাকায় টাকি রোডে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে দেগঙ্গা ব্লকের কালিয়ান এলাকায় টাকি রোডের ধারে একটি ঝোপের পাশে আনুমানিক ৭০ বছরের এক অজ্ঞাত পরিচয় ভবঘুরে বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় পথ চলতি মানুষ। বিষয়টি তাঁরা দেগঙ্গা থানায় জানায়। খবর পাওয়া মাত্রই দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধা সহ তাঁর পাশ থেকে একটি ঝুলি উদ্ধার করে চিকিৎসার জন্য বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শুরু হয় তাঁর চিকিৎসা। চিকিৎসক বৃদ্ধার পরিচয় জানতে তাঁর ঝুলি খুলতেই বেরিয়ে পড়ে ১০০, ২০০ ও ৫০০ টাকার বিপুল পরিমান নোট। ভবঘুরে বৃদ্ধার ঝুলি থেকে উদ্ধার হয় নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা। ওই বিপুল পরিমান টাকা উদ্ধারকে ঘিরে পুলিশ, চিকিৎসক ও স্থানীয়দের চক্ষু একেবারে চড়কগাছ। দীর্ঘ কয়েকদিন যাবত বৃদ্ধাকে ওই এলাকায় দেখা গিয়েছিল বলে জানায় পুলিশ। উদ্ধারকৃত টাকাগুলো থানায় নিয়ে যায় পুলিশ। বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন। পুলিশ ওই আহত বৃদ্ধার পরিচয়ের পাশাপাশি, ওই বিপুল পরিমান টাকা একজন ভবঘুরে বৃদ্ধার কাছে কিভাবে এসেছে, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। অন্যদিকে বৃদ্ধা মাথায় গুরুতর চোট পেয়েছে, চিকিৎসা চলছে, অবস্থা এখনও স্থিতিশীল নয় বলেই হাসপাতাল সূত্রে খবর।
আহত ভবঘুরের ঝুলিতে লক্ষাধিক টাকা
0%

















