৩০০ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ মনসা পূজোর ভাসানকে কেন্দ্র করে বিদ্যাধরী নদীতে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতা দেখতে বিদ্যাধরী নদীর উভয় পাড়ে উৎসুক মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের ভুমিকা ছিল প্রশংসনীয়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের মালঞ্চ এলাকা থেকে এমনই দৃশ্য পরিলক্ষিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও মালঞ্চের বিদ্যাধরী নদীতে মনসা পূজোর ভাসানকে কেন্দ্র করে বিকেলে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। তিনশ বছরের পুরনো এই প্রতিযোগিতায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করে তাঁদের নৌকা নিয়ে। এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা দেখতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার বিভিন্ন এলাকা থেকে আগত উৎসুক মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। বেলা তিনটে থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ওই নৌকা বাইচ প্রতিযোগিতা। সেই ঐতিহ্যবাহী প্রতিযোগিতাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মিনাখাঁ মহাকুমার পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম খান ও মিনাখাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পল্লব মন্ডল এর নেতৃত্বে নদী ও স্থলপথে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। প্রতিযোগিতা শেষে এদিনের অনুষ্ঠানে বিজয়ী ও সমস্ত অংশগ্রহণকারী প্রতিযোগিদের পুরস্কৃতও করা হয়।৩০০ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ
0%

















