স্বচ্ছ ভারত কালচারাল ফেস্ট কোলকাতায়
দাবদাহ লাইভ, কোলকাতা, হিরন ঘোষালঃ স্বচ্ছ ভারত কালচারাল ফেস্ট সম্প্রতি অনুষ্ঠিত হয় কোলকাতায়। ভারতীয় চক্ররেলের ৪০ বছরের যাত্রী পরিষেবা উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরও স্বচ্ছ ভাবনা সহ উন্নতি সাধনে এই অনুষ্ঠান বলে জানা যায়। প্রিন্সেপ ঘাটের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ডি আর এম সহ আধিকারিকের উপস্থিতিতে নৃত্য ও নাটক উপস্থাপিত হয়।
নিউজ এক ঝলকে
স্বচ্ছ ভারত কালচারাল ফেস্ট কোলকাতায়
96%


















