স্বাধীনতা সংগ্রামের সাফল্য ও ব্যর্থতার নাটক ফেরারী ফৌজ
দাবদাহ লাইভ, বারাসাত, প্রিয়া মুখোপাধ্যায়ঃ নৈহাটি নাট্য সমন্বয় এর নাটক মাঝে মাঝেই দেখা যায় নববারাকপুরের কৃষ্টি মঞ্চে। অভিনেতা অভিনেত্রীদের অসামান্য অভিনয় দক্ষতা মন কাড়ে দর্শকদের । ১৮ সেপ্টেম্বর নৈহাটি নাট্য সমন্বয়ের প্রযোজিত নাটক ফেরারী ফৌজ অনুষ্ঠিত হল কৃষ্টিতে । উৎপল দত্তের এই নাটকে অভিনয় করতে দেখা গেল পার্থ ভৌমিক ও দেবশঙ্কর হালদারকে। আয়োজনে ছিল নববারাকপুর পুরসভা। এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ শুরু হয় নাটকটি। এদেশে বৃটিশ শাসনকালে স্বাধীনতা সংগ্রামীদের কার্যকলাপ, তাদের সাফল্য ব্যর্থতা তুলে ধরা হয়েছে নাটকটিতে। সেই সাথে স্বাধীনতা সংগ্রামীদের পারিবারিক জীবন , ব্যক্তিগত জীবনের চিত্রও পাওয়া গেছে নাটকটিতে। দেখান হয়েছে ধরাপড়া স্বাধীনতা সংগ্রামী ও তাদের পরিবারের ওপর ব্রিটিশ সরকারের পুলিশের নির্মম পৈশাচিক অত্যাচার। পার্থ ভৌমিক, দেবশংকর হালদারের অভিনয় অসাধারণ বলার অপেক্ষা রাখে না। অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয়ও প্রশংসার যোগ্য। মঞ্চ সজ্জা, মঞ্চে আলোর খেলা অসাধারণ। নাটকটি দর্শকদের মন জিতে নিয়েছে। নাটক শেষে দর্শকদের মধ্যে একটা গুঞ্জনই শোনা গেছে, প্রথমদিকে হলে অতটা দর্শক না হলেও পরের দিকে হলটা কেমন ভরে উঠল।
স্বাধীনতা সংগ্রামের সাফল্য ও ব্যর্থতার নাটক ফেরারী ফৌজ
0%

















