Banner Top

কংসাবতী নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত পাঁশকুড়ার 

                                                দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, পাঁশকুড়া: বুধবার ভোরের দিকে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পুরসভার ১৮নং ওয়ার্ড এলাকায় আচমকাই নদীবাঁধ ভেঙে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা। এর জেরে চরম বিপর্যস্ত পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ।একটানা ভারী বৃষ্টির জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছিল কংসাবতীর জল। এবার ব্যারেজের ছাড়া জলের তোড়ে আনুমানিক ভোর চারটে নাগাদ ভেঙে পড়ল কংসাবতী নদীর বাঁধ। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক পেরিয়ে এই জল বয়ে চলেছে স্টেশন চত্বরের দিকে। এই মুহূর্তের খবর, প্রচন্ড গতিতে জল ঢুকতে থাকায় নদীবাঁধে কোনও প্রতিরোধের বন্দোবস্ত করা যায়নি। এলাকাবাসীদের দাবী, প্রশাসন আরও সচেতন হলে এই পরিস্থিতি এড়ানো যেত। যদিও জেলা প্রশাসন সূত্রে খবর, বিস্তীর্ণ নদীবাঁধের একাধিক দুর্বল এলাকা চিহ্নিত করে রাতভর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলার পরেও এমন ঘটনা। পরিস্থিতি সামাল দিতে জোরদার তৎপরতা চালাচ্ছে জেলা প্রশাসন।  ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁপাডালি, গড়পুরুষোত্তমপুর, বালিডাংরি এলাকা। পাঁশকুড়া স্টেশনের আশেপাশের এলাকাতেও দেদার জল ঢুকতে শুরু করেছে। এর জেরে পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাগুলিও ব্যাপক হারে প্রভাবিত হয়েছে।
পাঁশকুড়া পূর্ব বিধানসভার প্রাক্তন বিধায়ক সেক ইব্রাহিম আলি জানিয়েছেন, “গতকাল থেকেই কংসাবতীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছিল। ভোরের অন্ধকারে নদীবাঁধ ভাঙনের ফলে বহু মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। সেই সঙ্গে আতংকিত বহু মানুষ বাড়ি ছেড়ে অপেক্ষাকৃত উঁচু নদীবাঁধে ছুঁটে এসেছেন। একটা ভয়াবহ আতঙ্কের মধ্যে মানুষ বাস করছে”। তিনি আরও বলেন, এই মুহূর্তে যে গতিতে জল ঢুকছে তাতে বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন জীবিকা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। যদিও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, সোমবার কংসাবতী ব্যারেজ থেকে ৪৫ হাজার কিউসেক জল ছাড়ায় মঙ্গলবার নদীর জল বিপদসীমার ওপর থেকে বইছিল। এই পরিস্থিতির মোকাবিলায় সেচদফতরের তমলুকের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত সরকারের নেতৃত্বে রাতভর পাঁশকুড়া সংলগ্ন কংসাবতীর বাঁধের একাধিক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলেছে। জেলা শাসক পূর্ণেন্দু মাজিও পাঁশকুড়ার গড়পুরুষোত্তমপুর, ডোমঘাট এলাকায় কংসাবতীর বাঁধ মেরামতির কাজ পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতভর নদীবাঁধে যে জায়গাগুলিতে ফাঁকফোকর দিয়ে এলাকায় জল ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছিল সেখানে মেরামতির কাজ হয়েছে। তারপরেও একটি জায়গায় বাঁধ ভেঙেছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে এই বাঁধ সংস্কারে সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
কংসাবতী নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment