চিকিৎসককে মারধরের অভিযোগ ভগবানপুরে
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, ভগবানপুর: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের অন্তর্গত কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ উঠলো রোগীর আত্মীয় পরিজনের বিরুদ্ধে। ফের প্রশ্নের মুখে পড়ল ডাক্তারদের নিরাপত্তা। ১৫ সেপ্টেম্বর দুপুর বেলা পথ দুর্ঘটনায় জখম এক ব্যক্তিকে কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে তার পরিজন। প্রাথমিক চিকিৎসার পর এক্সরে এবং উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে তাম্রলিপ্ত জেলা সদর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে রেফার করেছিলেন ভগবানপুর-১ ব্লকের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। এরই প্রতিবাদে আচমকাই কর্তব্যরত চিকিৎসককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। সেই সঙ্গে ওই চিকিৎসককে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আক্রান্ত চিকিৎসক। আক্রান্ত চিকিৎসকের নাম মিন্টু দে। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন ওই চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ।
জলের তোড়ে ভাঙল বাঁশের সাঁকো ময়নায়
নিউজ এক ঝলকে
চিকিৎসককে মারধরের অভিযোগ ভগবানপুরে
0%


















