মানব বন্ধন বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ কুমার ঘোষালঃ হাতে হাত ধরে মিলি এক সাথে, আমরা আনিব নতুন ভোর; সহস্রাধিক মানুষের মানব বন্ধন বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আর জি কর কান্ডে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই প্রতিবাদ। প্রতিবাদ সব সময়ে শাসক শ্রেণীর যন্ত্রণার বিষয় বলে বিজ্ঞজনের মত। শাসক শ্রেণীর প্রতিবাদ প্রতিরোধ যতই চলবে মানুষের মাঝে মানবতা বোধ এর উদ্রেক ঘটবে বলে রাজনৈতিক সমালোচকদিগের অভিমত। সুন্দর সতেজ জীবনের ভাবনাকে নিয়ে এই প্রতিবাদ প্রতিরোধ নতুন স্বপ্নের কাছে পৌঁছে দেয়। হাজার মানুষের মেল বন্ধন বিবিধ অঞ্চলের মানুষের সম্মিলিত প্রয়াস নতুন স্বপ্ন ও নতুন সত্যের সন্ধানকে ভাবতে শেখায়। এ এক ধরণের প্রতিবাদ যেটা শাসক শ্রেণীকে আঘাত করে বলে অনেকের ধারণা।

















