বিমান যাত্রীকে ঘিরে বিমানবন্দরে চাঞ্চল্য
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ কলকাতা থেকে হায়দ্রাবাদ গামী বিমান ধরতে এসে আচমকা অসুস্থ হয়ে বিমানবন্দরের মেঝেতে পড়ে যান এক যাত্রী। ফলে ব্যাপক চাঞ্চল্য পরিলক্ষিত হয় বিমানবন্দর চত্বরে। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের গেটে সিকিউরিটি চেকিং এর পর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুজন সহযাত্রীর সাথে ৪৩ বছরের এক ব্যাক্তির কলকাতা থেকে হায়দ্রাবাদ গামী ইন্ডিগো ৬ ই ৬৫২৮ নম্বর বিমান ধরার কথা ছিল। গেটে সিকিউরিটি চেকিং এর পর তিনজন যাত্রী বিমানবন্দরে প্রবেশ করেন। এরপর বিমান ধরার জন্য তাড়াহুড়া পড়ে যায় যাত্রীদের মধ্যে। বিমানের দিকে এগিয়ে যাবার মুহূর্তে বিমানবন্দরের মেঝেতে পড়ে যান এক যাত্রী। আচমকা তাঁর পড়ে যাওয়ার শব্দে স্তম্ভিত হয়ে পড়ে অন্যান্য যাত্রীরা। ব্যাক্তির পড়ে যাবার শব্দে চিৎকার করে ওঠে তাঁর দুই সহযাত্রী। চিৎকার শুনে ছুটে যান বিমানবন্দরে থাকা অন্যান্য যাত্রীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর চত্বরে। খবর পেয়ে বিমানবন্দরে নিযুক্ত মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায়। অসুস্থ যাত্রীর চিকিৎসা তাঁরাই করেন। বিমানবন্দর সূত্রে জানা যায়, ওই যাত্রীর ভার্টিগো রয়েছে। ভার্টিগো মূলত মাথা ঘোরার সমস্যা। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। যার জেরে শরীরের ভারসাম্য ব্যাহত হয়। বেশিরভাগ ক্ষেত্রে কানের ভেতরের কোনও সমস্যার কারণেই ভার্টিগো হয়। সাধারণত পেরিফেরাল ভার্টিগোর শিকার হন মানুষ। কানের সমস্যা ছাড়াও ভেস্টিবুলার নার্ভও এই সমস্যার কারণ। এছাড়া ওই অসুস্থ বিমান যাত্রীর অন্য শারীরিক সমস্যাও ছিল বলে জানায় বিমানবন্দরের মেডিকেল টিমের চিকিৎসকেরা। অসুস্থ যাত্রীর শারীরিক পরীক্ষা পরীক্ষার পর উড়ানে যাবার উপযুক্ত বলে জানান চিকিৎসকেরা। এরপরই দুই সহযাত্রীর সঙ্গে হায়দ্রাবাদের বিমানে চড়ে রওনা দেন ওই যাত্রী।
বিমান যাত্রীকে ঘিরে বিমানবন্দরে চাঞ্চল্যতা
0%

















