শিশু বিকাশের লক্ষ্যে অঙ্কন প্রতিযোগিতা
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ ৩০ লক্ষ গাছ বসিয়ে এক ন্যাড়া পাহাড়কে ভালো পাহাড়ে রূপান্তরিত করেছিলেন কমল চক্রবর্তী– ভালো পাহাড়ের বৃক্ষনাথ। সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেলেন কমলদা। তাঁকে স্মরণ করে গত ৮ সেপ্টেম্বর সোদপুর এ পানশিলা দেশবন্ধুনগর বয়েজ স্কুল প্রাঙ্গণে পানসিলা ঘোষপাড়া রিফরমেশন সোসাইটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল পরিবেশ বিষয়ক অংকন প্রতিযোগিতা। সঙ্গে ছাত্রছাত্রীদের মনোযোগ বৃদ্ধি, পরীক্ষায় ভালো করা আর জীবন জীবিকা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হলো। বিশেষ বক্তা ছিলেন শ্যামাপ্রসাদ কলেজের কম্পিউটারের অধ্যাপক শ্যাম কুমার মন্ডল। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রতীক দাশগুপ্ত, কোষাধ্যক্ষ রামগোপাল চ্যাটার্জী, সংস্থার সম্পাদক নিবেদিতা রায়, সংস্থার সহ সম্পাদক সোহম মিত্র, সহ কোষাধ্যক্ষ গুলাম মুস্তাফা এবং সংস্থার সদস্য রাজর্ষি, বিনোদ, অপূর্ব। পানীহাটী পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী বহুক্ষণ কাটিয়ে গেলেন আমাদের সঙ্গে। ছিলেন পানসিলা বয়েজ স্কুলের পরিচালন সমিতির সভাপতি সঞ্জয় ব্রহ্মচারী এবং আশ্বাস সংস্থার সদস্য বৃন্দ। পানসিলা ঘোষপাড়া রিফরমেশন সোসাইটির পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের হাতে সার্টিফিকেট ও গাছ তুলে দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় কাগজের পেন যার মধ্যে একটি করে ফলের বীজ রাখা আছে। পৃথিবী সবুজতর হয়ে উঠুক। সব শিশু বিকশিত হোক।
শিশু বিকাশের লক্ষ্যে অঙ্কন প্রতিযোগিতা
0%

















