নজর কারা গণেশ পূজার মন্ডপে দর্শনার্থীদের ঢল
দাবদাহ লাইভ, সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ টাকা দিয়ে তৈরি হয়েছে গনেশ পুজোর মন্ডপ! শিলিগুড়ির গনেশ পূজা গুলোর মধ্যে অন্যতম আকর্ষণ এবার সুকান্তনগর অটো স্ট্যান্ড রয়েল মোর গনেশ পুজো কমিটির দ্বারা পরিচালিত পুজো। প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। প্রচুর দর্শনার্থী আসছেন এই অভিনব মণ্ডপ দেখতে। এই পুজো মন্ডপ টাকা দিয়ে তৈরি হয়েছে। পাশাপাশি সিদ্ধিদাতা গণেশের মূর্তি নজর কেড়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, দেড় মাস ধরে নির্মিত হয়েছে মন্ডপ। তবে এরকম অভিনব মণ্ডপ সজ্জার চিন্তাভাবনা ৩ মাস আগে থেকেই তারা নিয়েছেন। সিদ্ধিদাতা গণেশের মূর্তিটি শিলিগুড়ি কুমারটুলির নির্মিত প্রতিমা। সব মিলিয়ে মন্ডপ সজ্জা প্রতিমা সবকিছুতেই নজর কেড়েছে এই পুজো মণ্ডপ। এই পুজো মন্ডপটি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা প্রতিদিনই ভিড় করছেন এমন জানিয়েছেন উদ্যোক্তারা।
নজর কারা গণেশ পূজার মন্ডপ, দেখতে দর্শনার্থীদের ঢল
0%

















