বারাসাতে শিক্ষক দিবস উদযাপন
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত পৌরসভার বিদ্যাসাগর অডিটোরিয়ামে শিক্ষক দিবস উদযাপন করে আন্না এডুকেশনাল ট্রাষ্ট । প্রতি বছরের ন্যায় সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদিগের সম্বর্ধিত করে কর্মযোগের মূল্যায়ন করা হয়। মূলত ছোট শিশুদের নৃত্য নাট্য পাঠ ছিল চোখে পড়ার মতো। ইমতিয়াজ খান ও মণিশঙ্কর মোদকের ঐকান্তিক প্রচেষ্টায় এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে বলে জানা যায়। কিন্ডার গার্ডেন শিশুদের নিয়ে সারা বছর কর্মসূচী পালিত হয় বলে জানাও যায়।
নিউজ এক ঝলকে
বারাসাতে শিক্ষক দিবস উদযাপন
99%

















