Banner Top

চৌর্যবৃত্তির অপরাধে ধৃত ৩

দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  তস্করদের দৌড়াত্ম্য বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। এদের কর্মকান্ডের নিদর্শন ভিন্ন সময়ে ভিন্ন স্থান থেকে উঠে আসে সংবাদমাধ্যমের পর্দায়। এমনই এক কর্মকাণ্ড তুলে ধরা হল। এক ব্যাক্তির সাব মার্শিবল মোটর চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় মোটরটি। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার গোবরডাঙা থানার অন্তর্গত গণদীপায়ন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ২২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সুব্রত রায় নামে গণদীপায়ন এলাকার এক বাসিন্দার বাড়ি থেকে তাঁর সাব মার্শিবল মোটর চুরি যায়। বহু খোঁজাখুজির পর ২৪ তারিখ অর্থাৎ শনিবার তিনি গোবরডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই রাতেই গণদীপায়ন প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকা থেকে ৩০ বছরের শুভজিৎ মন্ডল ও ৩৩ বছরের গৌতম বালা নামে দুজনকে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের ২৫ তারিখ অর্থাৎ রবিবার বারাসাত মহকুমা আদালতে পেশ করা হলে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাদুড়িয়া থানার অন্তর্গত ঘোষপুর এলাকার বাসিন্দা ৩০ বছরের মনি শংকর রায় নামে এক যুবককে  সোমবার গোবরডাঙার মনসাবাড়ি মোড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। একইসাথে বাদুড়িয়ার নিমতলা পুরানো রেলগেট সংলগ্ন রেললাইন এর পাশের ঝোপ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সেই সাব মার্শিবল মোটরটি। ধৃতরা পূর্বেও অসামাজিক কার্যকলাপের দায়ে জেল খেটেছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার ওই চৌর্যবৃত্তির ঘটনায় যুক্ত ৩ তস্করকে বারাসাত আদালতে পেশ করে গোবরডাঙ্গা থানার পুলিশ। পরবর্তীতে উদ্ধারকৃত মোটরটি সুব্রত রায়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

ধর্ষণ কান্ডে জড়িত ধৃত

যৌন নির্যাতনের অভিযোগে গণপিটুনি, গ্রেফতার

যৌন নির্যাতনের অভিযোগে গণপিটুনি, গ্রেফতার বিজেপি নেতা 

                                     দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  আরজি কর কান্ডের রেশ কাটেনি এখনও। রাজ্যজুড়ে চলছে তীব্র প্রতিবাদ। এর মাঝেই চাঞ্চল্যকর এক ঘটনা ধরা পড়ে সংবাদমাধ্যমের পর্দায়। সোদপুরে একজন আয়ার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসে এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনায় জনরোষের শিকার হয়ে গণপিটুনি খায় অভিযুক্ত। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  একইসাথে অভিযুক্তকে আটক করে। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার সোদপুরের ঘোলা থানার নাটাগড়ের রামকৃষ্ণ পল্লী এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা স্পন্দন দাস নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিত, এলাকায় সে বিজেপি নেতা হিসেবে পরিচিত। স্পন্দন দাস নামে ওই বিজেপি নেতা তাঁর অসুস্থ মায়ের দেখভাল করার নাম করে বুধবার রাতে এক যুবতী আয়া-কে বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে পৌঁছে কোনও অসুস্থ মহিলাকে দেখতে পায় না ওই যুবতী। তাঁকে ঘরে আটকে রেখে মদ্যপান করে স্পন্দন। এরপর খুব ঠান্ডা মাথায় ফুল ভলিউম এ মিউজিক চালিয়ে রেখে ওই আয়ার উপর শারীরিক নির্যাতন চালায়। রাত আনুমানিক সাড়ে তিনটে নাগাদ স্পন্দন নেশার ঘোরে অচেতন হয়ে পড়ে। সেই সুযোগে যুবতী আয়া ঘরের দরজা খুলে পালিয়ে স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়ে বিষয়টি জানায়। সকাল হতেই মুহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। তাঁরা সেই সকালেই স্পন্দন দাসকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে গণপিটুনি দিতে শুরু করে। ফলে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনরোষের কবল থেকে অভিযুক্ত বিজেপি নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে যুবতীর অভিযোগের ভিত্তিতে এদিন পুলিশ স্পন্দন দাসকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন ধৃতকে ব্যারাকপুর মহাকুমা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনার সত্যতা উন্মোচনের জন্য ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঘোলা থানার পুলিশ। উক্ত ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত স্পন্দনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। ওই ঘটনা প্রসঙ্গে পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী বলেন, আরজি কর এর ঘটনায় যেখানে বিজেপি নেতারাই বিচারের দাবি করছে, সেখানে তাদের দলের লোকই ধর্ষণ করছে। অভিযুক্তর ফাঁসির দাবি করেন তিনি। অন্যদিকে বিজেপি-র কথায়, ওই ধরনের অপরাধীদের কোনও দল হয় না। অতএব পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তর কঠোরতম শাস্তির ব্যবস্থা করুক।

নিউজ এক ঝলকে

দাবদাহ লাইভ

User Review 4.5 (2 votes)

সমাজ ও সংস্কৃতি

User Review 5 (1 vote)

অন্যান্য

User Review 5 (1 vote)

ভিডিও

100% User Review 100% (1 vote)

শিক্ষা

User Review 5 (2 votes)

বিনোদন

User Review 4 (2 votes)

ব্যবসা-বাণিজ্য

User Review 2 (1 vote)

জেলা

78.8% User Review 78.83% (6 votes)

পশ্চিমবঙ্গ

User Review 1 (1 vote)

কাজ ও ক্যারিয়ার

User Review 5 (1 vote)

দাবদাহ নিউজ

User Review 5 (1 vote)

Weather Report

86.8% User Review 86.8% (5 votes) Weather Report

বিবিধ

৪ চাকায় আগুন লাগার ঘটনায় এলাকা ত্রস্থ মারুতি গাড়ীতে আগুন লাগার ঘটনায় এলাকা ত্রস্থ মালদার ইংরেজ বাজারে  দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ মালদা-জাতীয় সড়কে মারুতি গাড়িতে আচমকার আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়। রবিবার দুপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওই এলাকায় এই ঘটনার পর মারুতি গাড়ির আগুন নিয়ন্ত্রণ করতে

দেশ

dabadaha

রাজ্য

পানীয় আকাল মেটাতে জলের ট্যাঙ্কের উদ্বোধন শিলিগুড়িতে   দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ   শিলিগুড়ি এবং তৎসংলগ্ন এলাকাতে পানীয় জলের চাহিদা পূরণের জন্য শিলিগুড়ি পুর নিগমের ১১,০০,০০০.০০ টাকা অর্থানুকূল্যে ৫ খানি ৩০০০ লিটারের চলনশীল পানীয় জলের ট্যাঙ্কি-র শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান এবং অন্যান্য মেয়র পারিষদেরা। গৌতম দেব

Business Promotion

OUR MISSION

Dabadaha Live is a News Portal for The People of India and Abroad. And Presently The News will be provided for the State of West Bengal as well as National. DABADAHA is Published From N23/1 K N C Road, BARASAT under NORTH 24 PARGANAS District in West Bengal, India PIN – 700124. Every one may

ইনফোটেনমেন্ট

নজরুল চর্চা কেন্দ্রের অনুষ্ঠান মধ্যমগ্রামে নজরুল চর্চা কেন্দ্রের অনুষ্ঠান মধ্যমগ্রামে দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ নজরুল চর্চা কেন্দ্র বারাসাত সম্প্রতি মধ্যমগ্রামে নজরুল শত বার্ষিকী অডিটোরিয়ামে জন্ম দিবস উপলক্ষ্যে নজরুলের বিভিন্নদিক নিয়ে এক আলোচনার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রীয় মহাবিদ্যালয়ের  ডঃ সোমা ভদ্র রায় ও সভাপতি স্বপন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন

আন্তর্জাতিক

[     নতুন দিল্লীতে এক বৈঠকে ইজরায়েলের উপ-প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী লেঃ জেনারেল বেঞ্জামিন গন্তজ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লীতে ইজরায়েল ও ভারত নতুন দিল্লীতে এক বৈঠকে ইজরায়েলের উপ-প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী লেঃ জেনারেল বেঞ্জামিন গন্তজ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 83% User Review 83% (2 votes)

খেলাধুলা

User Review 2 (1 vote)

রাজ্য নিউজ

নবদ্বীপ পৌর সভার পুরপ্রধান ও উপ পৌরপ্রধান সাইথিঁয়া পুরপ্রধান বিপ্লব দত্ত হুগলী জেলার ডানকুনি পৌরসভার পুরপ্রধান হাসিনা শবনম ও উপ পুরপ্রধান বিকাশ রাহা সংবর্ধিত হচ্ছেন। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর সভার প্রথম ও দ্বিতীয় নাগরিক পরেশ চন্দ্র সরকার ও মৌসুমী দাস পরিবেশঃ জেলাJanuary 22, 2026|No Commentsসাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতেসাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব শোভন শিল্প

ডেইলি নিউজ

অশীতিপর বিয়ের পিঁড়িতে দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ  কথায় আছে,প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই। কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে। প্রেমিকের বয়স আশি আর প্রেমিকার সত্তর। তাতে কী! প্রেমের কি কোনও বয়স আছে? সমাজের চোখে যেন আঙুল দিয়ে

কাজের খবর দাবদাহ

এই নিউজ পোর্টালে রাজ্যের বিভিন্ন জেলার শহর ও শহরতলী সহ গ্রামীণ সংবাদ নিয়ে দাবদাহ লাইভ   উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত থেকে প্রকাশিত।     এলাকার ও পাড়ার খবর প্রতিদিন পাঠানোর জন্য যোগাযোগ করুনঃ ৯৮৩১ ৩৩ ৬৫ ৮১   .vc_custom_1419240516480{background-color: #f9f9f9 !important;} সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতেসাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব Read more শোভন শিল্প সাহিত্য

দাবদাহ লাইভ

jQuery(document).ready(function($){ $('.flownews-vc-element-header-1').owlCarousel({ loop:true, smartSpeed: 2000, margin:4, nav:true, lazyLoad:true, dots:false,autoplay: true, autoplayTimeout: 2000,navText: ['',''], responsive:{ 0:{ items:1 }, 600:{ items:1 }, 700:{ items:1 }, 800:{ items:1 }, 900:{ items:1 }, 1000:{ items:1 }, 1200:{ items:1 } } }); }); সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতেজেলাJanuary 22, 2026|No Commentsশোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধনজেলাJanuary 20, 2026|No Commentsশ্যামল মিত্রের জন্মদিন পালনইনফোটেনমেন্টJanuary

চৌর্যবৃত্তির অপরাধে ধৃত ৩
User Review
98% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment