অবৈধ নির্মান ভেঙে জল যন্ত্রণার উপশম
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ অল্প বৃষ্টি হলেই জল জমে এলাকায়। অতিভারী বৃষ্টি হলে তো আর কথাই নেই। পুকুর, নালা, রাস্তাঘাট সব জলমগ্ন হয়ে যাতায়াতের একেবারে অনুপযুক্ত হয়ে পড়ে। বিপুল সমস্যার সম্মুখীন হয় স্থানীয়রা। জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রশাসনের পক্ষ থেকে নালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার টিটাগড় থানার অন্তর্গত শিউলি পঞ্চায়েত এলাকায় রবিবার বেলা ৩ টে নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয়। এলাকাবাসীর কথায়, প্রতি বছর বর্ষার সময় জল যন্ত্রণা পোহাতে হয় তাদের। দীর্ঘ প্রতীক্ষার পর রবিবার নিকাশি নালা পরিস্কারের উদ্যোগ নেয় প্রশাসন। বৃষ্টিকে উপেক্ষা করেই শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকার জমা জল সমস্যার সমাধান করতে শিউলি গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয় ব্যারাকপুর বারাসাত রোড সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে। যেখানে বেশ কিছু সরকারি জায়গা দখল করে থাকা অবৈধ নির্মাণ ভেঙে নিকাশী নালা পরিষ্কার করার কাজ করা হয় জেসিবির সাহায্যে। ওই কর্মকাণ্ড সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন শিউলি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েতের কর্মীরা। এদিনের কর্মকাণ্ড প্রসঙ্গে শিউলি গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানান, শিউলি পঞ্চায়েতের সারদা পল্লী, কলেজ পল্লী, শিউলি পাড়া সহ বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন ছিল। সারদা পল্লী থেকে নালা পরিস্কারের কাজ শুরু হয় এদিন। শিউলির পঞ্চায়েত প্রধান ও মোহনপুরের পঞ্চায়েত প্রধান এর উপস্থিতিতেই নালা সংস্কারের কাজ হয়। ব্যারাকপুর বারাসাত রোড সংলগ্ন আগমনীর বকুলতলা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে বেশ কিছু সরকারি জায়গা দখল করে ছিল অবৈধ নির্মাণ। যার জেরে পলি সহ আবর্জনা জমে নালার মুখ বন্ধ হয়ে জল যাবার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। সংস্কারের কাজ চলাকালীন আগমনীর বকুলতলা এলাকায় জল আটকে থাকতে দেখা যায়। বকুলতলা মোহনপুর পঞ্চায়েতের মধ্যে থাকায় মোহনপুর পঞ্চায়েত প্রধানের নির্দেশ অনুযায়ী বাঁধাপ্রাপ্ত স্থান গুলোতে জেসিবির সাহায্যে অবৈধ নির্মান ভেঙে নালা সংস্কারের কাজ করা হয় বর্ষা মাথায় নিয়েই। স্বভাবতই শিউলি পঞ্চায়েতের অধিকাংশ স্থানে জমে থাকা জল দ্রুত গতিতে নামতে শুরু করে। এদিনের কর্মকান্ডের জেরে শিউলি পঞ্চায়েত এলাকায় জলের সমস্যা মিটে যাবে বলে আশাবাদী পঞ্চায়েত সদস্য ও কর্মী বৃন্দ।
ন্যায় বিচারের দাবী
নিউজ এক ঝলকে
অবৈধ নির্মান ভেঙে জল যন্ত্রণার উপশম
98%

















