বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতে লেনিনগড় ডি ব্লকে বৃক্ষরোপণ কর্মসূচি
দাবদাহ লাইভ, নববারাকপুর, অলোক আচারিয়া: প্রকৃতির ভারসাম্য রক্ষায় ব্যারাকপুর ২ ব্লকের বিলকান্দা ২নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঐকান্তিক নির্দেশে বুধবার সকালে লেনিনগড় ডি ব্লকের কবর খোলা মাঠে শতাধিক বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস সহ পঞ্চায়েত সদস্যরা।প্রধান দীপা পাইক জানান অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পরিবেশ সচেতনতায় পঞ্চায়েত এলাকায় দু হাজার চারাগাছ রোপনের পরিকল্পনা রয়েছে।তারই অঙ্গ হিসেবে লেনিনগড় ডি ব্লকের মাঠে সেগুন, মেহগনী, অর্জুন, বকুল, নিম, আমলকি, সহ নানাবিধ ফুল ও ফলের গাছ রোপন করা হল।পাশাপাশি এলাকায় কিছু যুবক দের বৃক্ষদান ও করা হয়।পঞ্চায়েতে সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস বলেন পুকুর বা জলাশয় ভরাট নয়।বিশ্ব উষ্ণায়ন রোধে গাছ লাগানো একান্ত প্রয়োজন।এলাকায় সবুজায়নে ও পরিবেশ সুরক্ষায় বিলকান্দা পঞ্চায়েত জুড়ে চলবে বৃক্ষরোপণ উৎসব।

















