খুনের হুমকি, আতঙ্কে বৃদ্ধ দম্পতি
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সম্পত্তিগত বিবাদে হত্যা হয়েছে একমাত্র পুত্র। দোষীদের শাস্তির দাবি জানানোর দীর্ঘদিন কেটে গেলেও সুরাহা মেলেনি আজও। উপর্যুপরি, খুনের হুমকি দেওয়া হচ্ছে। যার কারনে আতঙ্কে দিন গুজরান করছেন এক বৃদ্ধ দম্পতি। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার খরদহ থানার অন্তর্গত পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘটনা। বৃদ্ধ জ্যোতির্ময় বাবুর অভিযোগ ২০২৩ সালে সম্পত্তিগত বিবাদের জেরে আলী ও বুলাইয়ের হাতে খুন হয়েছে তাদের একমাত্র ছেলে বাপ্পা। পরবর্তীতে বৃদ্ধ দম্পতি খড়দহ থানার দারস্থ হয়ে ঘটনার বিবরণ জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে তাদের এই বলে বোঝানো হয় যে, ‘আপনারা ক্ষতিপূরণ নিয়ে নিন। যদি অপরাধীদের শাস্তি চান, তাহলে সাজা পেয়ে বেরোনোর পর আপনাদের ক্ষতি হতে পারে’। পুলিশের মুখে ওইরূপ কথা শুনে স্বভাবতই ভয় পেয়ে যান তারা। এরপর বৃদ্ধ দম্পতি দাবি করেন ক্ষতিপূরণের। কিন্তু কোনও ক্ষতিপূরণ পায় নি তারা, বরং বিপুল পরিমাণ বঞ্চনার শিকার হতে হয় তাদের। এরপর বিভিন্ন প্রশাসনিক মহলে তারা ঘটনার বিবরণ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান। দিনের পর দিন প্রশাসনিক মহল এর সর্বত্র ঘুরে হয়রান হলেও কোনও সুরাহা আজও মেলেনি। প্রায়শই নানান ধরনের হুমকির শিকার হতে হচ্ছে বৃদ্ধ দম্পতিকে। প্রতিমুহূর্তে আতঙ্ক গ্রাস করলেও, একমাত্র সন্তানের হত্যাকারীদের কঠোরতম শাস্তির দাবিতে অনড় তারা। সঠিক বিচারের আশায় আজও অপেক্ষমাণ সন্তানহারা অসহায় ওই বৃদ্ধ দম্পতি। এখন দেখার বিষয়, ওই বৃদ্ধ দম্পতির একমাত্র সন্তানের হত্যাকারীদের আদৌ কোনও শাস্তি হয় কিনা।

















